Logo

৪৬তম বিসিএস: প্রিলিমিনারির আসনবিন্যাস প্রকাশ

profile picture
জনবাণী ডেস্ক
২৪ এপ্রিল, ২০২৪, ০৬:৪৮
৪৬তম বিসিএস: প্রিলিমিনারির আসনবিন্যাস প্রকাশ
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (২৩ এপ্রিল) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তাদের ওয়েবসাইটে এ আসনবিন্যাস প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

আগামী শুক্রবার (২৬ এপ্রিল) ঢাকা,  চট্টগ্রাম, সিলেট, রাজশাহী,খুলনা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হবে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। আর এ জন্য আসনবিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তাদের ওয়েবসাইটে এ আসনবিন্যাস প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা যায়, ৪৬তম বিসিএসে ৩ লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়েছে। এই বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। পরে সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে। প্রশাসনে ২৭৪, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জন নেওয়া হবে।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD