Logo

ভূমিকম্প নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর, ২০২৫, ১২:৩৩
45Shares
ভূমিকম্প নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি
ছবি: সংগৃহীত

বাংলাদেশে ২১ নভেম্বর ২০২৫ তারিখে ঢাকার নিকটবর্তী নরসিংদী জেলায় উৎপত্তি হওয়া ৫.৭ মাত্রার ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২৩ নভেম্বর) শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) মো. তারেক আনোয়ার জাহেদীর স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশনা প্রেরণ করা হয়।

চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি শিক্ষা বিভাগ এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন প্রতিটি জেলা-উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানে ক্ষতিগ্রস্ত অংশের বিস্তারিত তথ্য সংযুক্ত ছক অনুযায়ী প্রদান করবে। এই তথ্যের মধ্যে থাকবে ক্ষতিগ্রস্ত কক্ষের সংখ্যা, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং বিস্তারিত বিবরণ। সকল তথ্য সোমবার (২৪ নভেম্বর) দিনের মধ্যে স্ক্যানকপি ও সফটকপি (Excel-Nikosh ফন্টে) deskoneeed@yahoo.com ইমেইলে পাঠাতে হবে।

বিজ্ঞাপন

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোও এই তথ্য সংগ্রহের আওতায় এসেছে।

বিভাগ থেকে জানানো হয়েছে, নির্ধারিত ছক অনুযায়ী সকল প্রাথমিক বিদ্যালয়ের হার্ড ও সফট কপি আগামী ২৭ নভেম্বরের মধ্যে প্রেরণ করতে হবে। এখানে জেলা-উপজেলার নাম, ক্ষতিগ্রস্ত কক্ষের সংখ্যা, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং বিবরণ সংযুক্ত করতে হবে। তথ্য প্রেরণের ঠিকানা: dirplandpe@gmail.com

এদিকে দেশজুড়ে সাম্প্রতিক ভূমিকম্পের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি ভবনগুলোতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি চিহ্নিত করার জন্য জেলা প্রশাসনও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা মেনে জরুরি ভিত্তিতে তথ্য প্রেরণ করতে বলা হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD