Logo

আগামীকাল থেকে পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২৫, ১৯:৩৪
11Shares
আগামীকাল থেকে পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি পালন করবে। এটি পূর্বে নির্ধারিত ৩০ নভেম্বরের কর্মসূচি আগেই এগিয়ে আনা হয়েছে।

বিজ্ঞাপন

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ বুধবার (২৬ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, অর্থ মন্ত্রণালয়ের আশ্বাস সত্ত্বেও এখনও দাবিগুলোর বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। তাই আগামী বৃহস্পতিবার থেকে নতুন কর্মসূচি শুরু করা হচ্ছে।

সংগঠনটি উল্লেখ করে, ৮ নভেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি এবং পরে শাহবাগে কলম সমর্পণ কর্মসূচির সময় পুলিশের হঠাৎ হামলায় শতাধিক শিক্ষক আহত হন। ৯ ও ১০ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় ৩ দফা দাবির বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছিল। ১০ নভেম্বর প্রকাশিত অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতেও এই আশ্বাসের কথা উল্লেখ ছিল।

বিজ্ঞাপন

তবে আশ্বাস পাওয়ার ১৫ দিন পেরিয়ে গেলেও ১১তম গ্রেডের প্রজ্ঞাপনসহ দাবিগুলো বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এর মধ্যে শাহবাগ কর্মসূচিতে আহত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা আক্তার চিকিৎসাধীন অবস্থায় ১৬ নভেম্বর মিরপুর আলোক হাসপাতালের আইসিইউতে মারা যান।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ঘোষিত ৩ দফা দাবি হলো-

১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ।

বিজ্ঞাপন

২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের জটিলতা সমাধান।

৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।

বিজ্ঞাপন

সংগঠন জানিয়েছে, দেশের শিক্ষক সমাজের প্রত্যাশা ও বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই কর্মসূচি এগিয়ে আনা হয়েছে, যাতে দাবি বাস্তবায়নের জন্য সরকার দৃশ্যমান পদক্ষেপ নিতে বাধ্য হয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD