সোমবার থেকে সম্পূর্ণ শাটডাউনে যাচ্ছেন উচ্চ মাধ্যমিক শিক্ষকরা

উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকরা আগামী সোমবার (১ ডিসেম্বর) থেকে সম্পূর্ণ শাটডাউনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে শিক্ষা ভবনের সামনে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে অবস্থান নিয়ে এ কর্মসূচির ঘোষণা দেন তারা।
শিক্ষকরা অভিযোগ করেছেন, অন্যান্য গ্রেডের পদ অনেক ক্ষেত্রে নবম গ্রেডে উন্নীত করা হলেও ন্যায্যতার ভিত্তিতে শুধুমাত্র দশম গ্রেডের সহকারী শিক্ষক পদ নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে এই বৈষম্যের শিকার হয়েছেন তারা।
বিজ্ঞাপন
আন্দোলনরত শিক্ষকরা জানান, এর আগেও তাদের দাবির জন্য বহুবার আন্দোলন হয়েছে। তবে এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাবেন না। এ সময় তারা নানা স্লোগানও দেন এবং সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
শিক্ষা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রত্যাশায় আন্দোলনরত শিক্ষকরা বলছেন, দশম গ্রেডের সহকারী শিক্ষক পদকে নবম গ্রেডে উন্নীতকরণ না হলে সোমবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ থাকবে।








