Logo

ডিভোর্সি সেকেন্ড হ্যান্ড আইটেম

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:১৫
25Shares
ডিভোর্সি সেকেন্ড হ্যান্ড আইটেম
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। হিন্দি ‘দ্য ফ্যামিলি ম্যান-টু’ ওয়েব সিরিজে অভিনয় করেও সবার নজর কেড়েছেন তিনি। অক্টোব...

বিজ্ঞাপন

বিনোদন ডেস্ক: ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। হিন্দি ‘দ্য ফ্যামিলি ম্যান-টু’ ওয়েব সিরিজে অভিনয় করেও সবার নজর কেড়েছেন তিনি। অক্টোবরে অভিনেতা নাগা চৈতন্যের সাথে বিবাহবিচ্ছেদ হয়েছে তার। এরপর বিভিন্ন সময় এই অভিনেত্রীকে কটু মন্তব্য করেছেন নেটিজেনরা। সম্প্রতি তাকে ‘ডিভোর্সি সেকেন্ড হ্যান্ড আইটেম’ বলে কটাক্ষ করেছেন এক ব্যক্তি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, মাইক্রোব্লগিং সাইট টুইটারে এই ব্যক্তি লেখেন, সামান্থা একজন ডিভোর্সি নষ্ট হওয়া সেকেন্ড হ্যান্ড আইটেম, যে কিনা এক ভদ্রলোকের কাছ থেকে ট্যাক্সবিহীন ৫০ কোটি রুপি লুটে নিয়েছে। টুইটটি নজরে এসেছে সামান্থার। এর উত্তরও দিয়েছেন এই অভিনেত্রী। এটি রিটুইট করে তিনি লিখেছেন, সৃষ্টিকর্তা আপনার আত্মার মঙ্গল করুক।

বিজ্ঞাপন

২০১০ সালে তেলেগু ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমায় একসাথে অভিনয় করেন নাগা চৈতন্য ও সামান্থা। সিনেমার সেটেই তাদের প্রথম পরিচয়। তার পরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। ২০১৭ সালের ৬ অক্টোবর বিয়েবন্ধনে আবদ্ধ হন তারা। ২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের ঘোষণা দেন নাগা ও সামান্থা।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD