Logo

বর্ষীয়ান অভিনেতা অমরনাথ মুখোপাধ্যায় মারা গেছেন

profile picture
জনবাণী ডেস্ক
২৭ মে, ২০২৩, ০২:৩৮
33Shares
বর্ষীয়ান অভিনেতা অমরনাথ মুখোপাধ্যায় মারা গেছেন
ছবি: সংগৃহীত

শুক্রবার (২৬ মে) সামাজিকমাধ্যমে এ খবরটি জানান অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।

বিজ্ঞাপন

ভারতীয় বর্ষীয়ান অভিনেতা অমরনাথ মুখোপাধ্যায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৫ মে) মুম্বইয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। 

শুক্রবার (২৬ মে) সামাজিকমাধ্যমে এ খবরটি জানান অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমে অভিনেতার পুত্র চন্দ্রদীপ মুখোপাধ্যায় জানান, শুক্রবার প্রয়াত অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে। ২০০৫ সাল থেকে মুম্বইয়ে ছেলের কাছেই থাকতেন অমরনাথ

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ''এখন তো আমাদের কলকাতাতে কোনও বাড়িও নেই। আমি এবং আমার স্ত্রী চাকরিজীবী। তাই কলকাতায় গিয়ে আলাদা করে কোনও স্মরণসভা করা আমাদের পক্ষে সম্ভব নয়।''

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‘মেঘ কালো’ সিনেমার মাধ্যমে ৭০ দশকে অভিনয়ে পা রাখেন অমরনাথ মুখোপাধ্যায়। এই সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সুচিত্রা সেন। এর পর ‘কুহেলি’, ‘ছিন্নপত্র’ ছবিতে সুযোগ পান। তবে পরবর্তী সময়ে ‘বসন্ত বিলাপ’, ‘মৌচাক’, ‘অগ্নিশ্বর’, ‘স্বয়ংসিদ্ধা’ এবং ‘বিদ্রোহী’ ছবিতে তাঁর অভিনয় আজও দর্শক মনে রেখেছেন।

বাংলা ছাড়াও  হিন্দি  সিনেমাও অভিনয় করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য হিন্দি ছবি হল ‘অমানুষ’, ‘ডিস্কো ডান্সার’। 

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD