Logo

অভিনেতা আফজাল হোসেন হাসপাতালে ভর্তি

profile picture
জনবাণী ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৩, ২০:৪৬
30Shares
অভিনেতা আফজাল হোসেন হাসপাতালে ভর্তি
ছবি: সংগৃহীত

আফজাল ভাই কল করে বললেন তিনি অসুস্থ, হাসপাতালে যাচ্ছেন।

বিজ্ঞাপন

হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন। সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা শিহাব শাহীন।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, “মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) থেকে ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ ফিল্মের শুটিং করার কথা ছিল। কিন্তু আফজাল ভাই কল করে বললেন তিনি অসুস্থ, হাসপাতালে যাচ্ছেন। নিউমোনিয়া সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আফজাল ভাই অসুস্থ হয়ে পড়ায় শ্যুট বাতিল করা হয়। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং শুরু করা যাচ্ছে না।”

বিজ্ঞাপন

জানা গেছে, নিজের জীবনের গল্পে ওয়েব ফিল্ম ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’বানাচ্ছেন শিহাব শাহীন। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন। গেল ২৭ আগস্ট অস্ট্রেলিয়ায় এই ওয়েব ফিল্মের শুটিং শুরু হয়। সেখানে টানা চারদিন শ্যুটের পর দেশে ফেরেন নির্মাতা ও তার টিম। দেশে ফিরে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) থেকে ফের ওয়েব ফিল্মটির শুটিং শুরু হওয়ার কথা ছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রসঙ্গত, নন্দিত অভিনেতা আফজাল হোসেনের ওয়েব ধারাবাহিকের মধ্যে রয়েছে, লেডিজ অ্যান্ড জেন্টলমেন, রিফিউজি, কারাগার ও বোধ। এছাড়াও তিনি দুই জীবন, নতুন বউ, পালাবি কোথায়, ঢাকা অ্যাটাকসহ একাধিক সিনেমায়ও অভিনয় করেছেন।

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

অভিনেতা আফজাল হোসেন হাসপাতালে ভর্তি