Logo

নতুন গানে এফ এ প্রিতম

profile picture
জনবাণী ডেস্ক
২৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:০০
95Shares
নতুন গানে এফ এ প্রিতম
ছবি: সংগৃহীত

গানের শিরোনাম ‘ও জানের জান’। গানটি লিখেছেন সালাউদ্দিন সাগর। এতে এফ এ প্রীতমের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মৌমিতা আফরোজ।

বিজ্ঞাপন

এ সময়ের সংগীতশিল্পী এফ এ প্রীতম। তরুণ এ সংগীতশিল্পীর সুর ও সংগীত আয়োজনে গানগুলো সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে বেশ। এবার তার সুর, সংগীত আয়োজন তার পাশাপাশি কণ্ঠে নতুন গান প্রকাশ করেছেন।

গানের শিরোনাম ‘ও জানের জান’। গানটি লিখেছেন সালাউদ্দিন সাগর। এতে এফ এ প্রীতমের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মৌমিতা আফরোজ।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে এফ এ প্রীতম বলেন, চেষ্টা করি সব সময় শ্রোতাদের নতুন গান দিয়ে আপডেট রাখতে। গানের সঙ্গেই যেহেতু বসবাস, তাই এ মাধ্যমে নিয়মিত থাকার চেষ্টা করি। বরাবরের মতো নতুন গানটিও শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সম্প্রতি একটি সিনেমার কাজে ব্যস্ত সময় পার করছি। এ মুহূর্তে সিনেমার নাম বলতে পরছি না। সেই সিনেমায় বলিউডের খ্যাতিমান এক গায়ক কণ্ঠ দেবে দুই একদিনের মধ্যে। তাছাড়াও নতুন করে কণ্ঠশিল্পী তোসিবা বেগম একটা কাজ করছি।

‘ও জনের জান’ গানটি বিন হাই নামক ইউটিউব চ্যানেল প্রকাশ পেয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD