Logo

সংরক্ষিত নারী আসনের ফরম কিনলেন অভিনেত্রী মাহিয়া মাহি

profile picture
জনবাণী ডেস্ক
৯ ফেব্রুয়ারী, ২০২৪, ০৫:৫৮
91Shares
সংরক্ষিত নারী আসনের ফরম কিনলেন অভিনেত্রী মাহিয়া মাহি
ছবি: সংগৃহীত

রাজশাহী বিভাগের বুথ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি

বিজ্ঞাপন

ঢাকাই সিনেমার অভিনেত্রী মাহিয়া মাহি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। রাজশাহী বিভাগের বুথ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই অভিনেত্রীর পক্ষে ফরম সংগ্রহ করেন তার একজন প্রতিনিধি। রাজশাহী বিভাগের বুথের দায়িত্বশীল এক নেতা গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। মাহির ফরম নাম্বার ছিল ১৬৬২।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে মাহিয়া মাহি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। যদিও দলীয় প্রতীক না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে করেছিলেন এই নায়িকা। কিন্তু নির্বাচনে তার ভরা ডুবি হয়েছে। 

এদিকে শুধু অভিনেত্রী মাহিই নয়, সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন আরও একঝাঁক তারকারা। যাদের মধ্যে রয়েছেন অপু বিশ্বাস, সৈয়দা কামরুন নাহার শাহনূর, নিপুণ আক্তার, ঊর্মিলা শ্রাবন্তী কর, তানভিন সুইটি, সোহানা সাবা এবং মেহের আফরোজ শাওন। তারা সবাই আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র পাওয়ার বিষয়ে অনেক আশাবাদী।

বিজ্ঞাপন

এমএল/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD