Logo

বুবলীর পর এবার থানায় জিডি করলেন অপু বিশ্বাস

profile picture
জনবাণী ডেস্ক
১১ মে, ২০২৪, ২২:০৪
286Shares
বুবলীর পর এবার থানায় জিডি করলেন অপু বিশ্বাস
ছবি: সংগৃহীত

। এতে তার সম্মানহানি হয়েছে। তাই অভিযোগ নিয়ে রাজধানীর ভাটারা থানায় জিডি করেন ঢালিডের এ নায়িকা।

বিজ্ঞাপন

ঢালিপাড়ায় বর্তমান আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন শাকিব-অপু-বুবলী ঘটনা। বিভিন্ন টকশোতে একজন আরেকজনকে খোঁচা মেরে কথা বলার ঘটনাও ঘটেছে। চলচ্চিত্রের নায়িকা শবনম বুবলীর পর এবার থানায় জিডি করলেন অপু বিশ্বাস। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর ভাটারা থানায় জিডি করেন এ নায়িকা। অভিযোগে অপু উল্লেখ করেছেন, ৩৪ ব্যক্তি ও ব্লগারের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেল তার বিরুদ্ধে অরুচিকর, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে। এতে তার সম্মানহানি হয়েছে। তাই অভিযোগ নিয়ে রাজধানীর ভাটারা থানায় জিডি করেন ঢালিডের এ নায়িকা।

বিজ্ঞাপন

এ বিষয়টি নিশ্চিত করে বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহা সংবাদমাধ্যমকে বলেন, অপু বিশ্বাস একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, অপু রাজধানীর ভাটারা থানায় জিডি করার আগে একই অভিযোগ নিয়ে এ থানাতেই জিডি করেছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD