Logo

‘জায়েদ খানের সঙ্গে রোমান্স সম্ভব নয়’

profile picture
জনবাণী ডেস্ক
২৫ জুন, ২০২৪, ০২:২৩
46Shares
‘জায়েদ খানের সঙ্গে রোমান্স সম্ভব নয়’
ছবি: সংগৃহীত

আমারটা বেশি হাইলাইটস হয়। হতে পারে আমার নাম হলে নিউজ ছড়ায় বেশি। আমি মনে করি, আমার নামে একটা রিউমার আসলে সেটাকে পুঁজি করে অনেকে টিআরপি পাচ্ছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপনের মাধ্যমে শিশুশিল্পী হিসেবে শোবিজে পা রাখেন প্রার্থনা ফারদিন দীঘি। এরপর ডিপজলের ‘চাচ্চু’ সিনেমার মাধ্যমে পরিচিতি লাভ করেন তিনি। পরবর্তীতে চিত্রনায়িকা হিসেবে ঢালিউডের কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমে নিজের কাজের পাশাপাশি চিত্রনায়ক জায়েদ খানকে নিয়ে কথা বলেছেন দীঘি। এ সময় তিনি বলেন, জায়েদ খানের সঙ্গে রোমান্স করতে চান না তিনি। দীঘি জানান, জায়েদ খানের সঙ্গে পর্দায় রোমান্স করা সম্ভব নয়। কারণ, তাকে চাচ্চু ডাকি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে দীঘিকে নিয়ে সবচেয়ে বেশি কুৎসা রটানো হয় নেটদুনিয়ায়। এর কারণ জানতে চাইলে দীঘি বলেন, আলোচনা-সমালোচনা সবাইকে নিয়েই হয়, কিন্তু আমারটা বেশি হাইলাইটস হয়। হতে পারে আমার নাম হলে নিউজ ছড়ায় বেশি। আমি মনে করি, আমার নামে একটা রিউমার আসলে সেটাকে পুঁজি করে অনেকে টিআরপি পাচ্ছেন। তখন বোঝা যায়, আমি আলাদা। এজন্যই আমার নাম ব্যবহার করা হচ্ছে।

প্রসঙ্গত, বর্তমানে চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে জংলি সিনেমায় কাজ করছেন দীঘি। চলতি বছরই প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD