Logo

মায়ের স্বপ্ন পূরণে নিজেকে গড়ছেন পূজা চেরি

profile picture
জনবাণী ডেস্ক
২৯ জুন, ২০২৪, ২২:২৩
34Shares
মায়ের স্বপ্ন পূরণে নিজেকে গড়ছেন পূজা চেরি
ছবি: সংগৃহীত

এতে পূজার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে

বিজ্ঞাপন

বর্তমান সময়ের নায়িকা পূজা চেরি শিশুশিল্পী হয়ে শোবিজ দুনিয়ায় ক্যারিয়ার শুরু করেন। অভিনয় দিয়ে একে একে তার ছয়টি বছর কেটে যায়। এরইমধ্যে দর্শকদের উপহার দিয়েছেন ডজনখানেক। গেলো ঈদে পূজা চেরি অভিনীত দুটি সিনেমা মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তি পায় একটি চলচ্চিত্র-পরিচালক সুমন ধরের ‘আগন্তুক’। এতে পূজার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।

এদিকে মাস তিনেক আগে মা হারান এই অভিনেত্রী। কিন্তু মায়ের স্বপ্ন ছিল, শোবিজ অঙ্গনে মেয়ে পূজার প্রতিষ্ঠা পাওয়া। অভিনেত্রীর মা চাইতেন, পূজা দারুণ ভাবে সব চলচ্চিত্রের অংশ হোক। যেন অসাধারণ সব চরিত্রে অভিনয় করে পূজা মানুষের মনে স্থায়ী আসন গড়তে পারেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে এই নায়িকা জানান, মায়ের রেখে যাওয়া উপদেশ মাথায় নিয়েই নিজেকে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন তিনি। পূজার কথায়, ‘আমার মা সব সময়ই বলতেন, “পূজা, তুমি শক্ত মনের মানুষ। তোমার পথে যত বাধাই আসুক, তুমি কাটিয়ে উঠতে পারবে, সেই বিশ্বাস আছে আমার।” তাই চেষ্টা করছি মায়ের স্বপ্ন পূরণ করতে।’

আসন্ন চলচ্চিত্র নিয়ে পূজা জানান, সামনে বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের কথা চূড়ান্ত হয়েছে। যেগুলো মুক্তি পেলে তার ক্যারিয়ার নতুন গতি পাবে। তবে সেই সিনেমাগুলোর নাম বা সহশিল্পী নিয়ে এখনই কোনো তথ্য দেননি এই চিত্রনায়িকা।

বিজ্ঞাপন

বিনোদন অঙ্গনে শিশুশিল্পী হিসেবে কাজ শুরু হয় পূজা চেরির। ছোটবেলায় বিজ্ঞাপনচিত্র দিয়ে তার ক্যারিয়ার শুরু হয়। চলচ্চিত্রেও সমানতালে শিশুশিল্পী হিসেবে কাজ করেন।

বিজ্ঞাপন

ছয় বছর আগে নায়িকা হিসেবে পূজার সিনেমায় প্রথম যাত্রা শুরু হয়। তার অভিনীত প্রথম ছবি ‘নূরজাহান’-এ নায়ক ছিলেন কলকাতার আদৃত।

বিজ্ঞাপন

দ্বিতীয় ছবি পোড়ামন ২ দিয়ে নিজেকে নিয়ে আসেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি পূজা চেরিকে। একে একে অভিনয় করেন দহন, ‘প্রেম আমার ২’, ‘শান’, ‘গলুই’, ‘হৃদিতা’, ‘জ্বীন’ ও ‘লিপস্টিক’ সিনেমায়। গলুই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে সবচেয়ে বেশি আলোচনায় আসেন বর্তমান সময়ের এই নায়িকা।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD