কার্ড প্রকাশ, বিয়ে করেছেন দীঘি!

“অপেক্ষা করতে পারছি না আর...! সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।”
বিজ্ঞাপন
শিশুশিল্পী থেকে শুরুটা হলেও বর্তমান সময়ে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।
সোমবার (১ জুলাই) রাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন তিনি। আর তা নিয়ে নেটমাধ্যমে রীতিমতো তোলপাড়। পোস্টে দেখা গেছে, তার অনামিকায় একটি আংটি। মেহেদী রাঙানো হাত। আর হাতের নিচে বিয়ের কার্ড!
বিজ্ঞাপন
ক্যাপশনে দিঘী লিখেছেন, “অপেক্ষা করতে পারছি না আর...! সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।”
বিজ্ঞাপন
দীঘি এই পোস্টের কারণে অনেকের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে কী বিয়ে করে ফেলেছেন দীঘি? আবার কেউ বলছেন, বিয়ে নাকি অভিনয়?
বিজ্ঞাপন
তবে খোঁজ নিয়ে জানা যায়, এখনই বিয়ের পিঁড়িতে বসছেন না অভিনেত্রী। সামাজিকমাধ্যম ফেসবুকের সেই পোস্টটি মূলত প্রমোশনাল। চুক্তিবদ্ধ হওয়া নতুন একটি সিনেমার প্রমোশনের উদ্দেশেই পোস্টটি দিয়েছেন দীঘি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ‘ভেবেছিলাম আমার জীবনের গল্প শেষ’
এ প্রসঙ্গে দীঘির বাবা অভিনেতা সুব্রত গণমাধ্যমকে বলেন, “অনেকে যে রকম ভেবেছেন, বিষয়টি আসলে তা নয়। দীঘির নতুন একটি সিনেমা আসছে, সেটিরই প্রমোশনাল পোস্ট এটা। আজ (২ জুলাই) সন্ধ্যায় ঘোষণা আসছে নতুন সিনেমাটির। তখনই কে পরিচালনা করছেন, দীঘির বিপরীতে কে আছেন—সেসব বিষয়ে বিস্তারিত জানা যাবে।”
বিজ্ঞাপন
জেবি/এসবি








