Logo

ব্যারিস্টার সুমন প্রসঙ্গে পিয়া জান্নাতুল বললেন, ‘আমি তো ওনার বউ লাগি না’

profile picture
জনবাণী ডেস্ক
২০ আগস্ট, ২০২৪, ২২:৩২
277Shares
ব্যারিস্টার সুমন প্রসঙ্গে পিয়া জান্নাতুল বললেন, ‘আমি তো ওনার বউ লাগি না’
ছবি: সংগৃহীত

আমি তো আর উনার (সুমন) বউ লাগি না। তার বউকে যদি খুঁজে পান,

বিজ্ঞাপন

ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর সব এমপি-মন্ত্রী ও দলীয় নেতাকর্মীও আত্মগোপনে চলে যান। গা ঢাকা দেন আলোচিত এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এখন পর্যন্ত অনেকের খোঁজ পাওয়া গেলেও ব্যারিস্টার সুমনের খোঁজ মেলেনি। তিনি কোথায় আছেন তাও জানা যায়নি। তার ব্যবহৃত মোবাইলও বন্ধ রয়েছে। 

এ অবস্থায় ব্যারিস্টার সুমনের অবস্থান সম্পর্কে জানার জন্য তার চেম্বারে অ্যাসোসিয়েট আইনজীবী হিসেবে কাজ করা মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলের সঙ্গে গণমাধ্যমের থেকে যোগাযোগ করা হয়। এ ব্যাপারে পিয়া জান্নাতুল বলেন, “বর্তমানে ব্যারিস্টার সুমন কোথায় আছেন, তা জানি না।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই অভিনেত্রী বলেন, “আমি তো আর উনার (সুমন) বউ লাগি না। তার বউকে যদি খুঁজে পান, তাহলে তার কাছে উনার সম্পর্কে জানতে চান। আর মনে করেন আমি যদি জানি, তাহলে কি আপনাকে বলব? এতটুকু তো আপনার বোঝা উচিত।”

বিজ্ঞাপন

পিয়া জান্নাতুল আরও বলেন, “কীভাবে জানব আমি? এই অবস্থায় সে যদি দেশে থাকে তাহলে কি আমাকে ফোন দেবে? কী করে ভাবলেন এমনটা? তার চেম্বারে অন্য যারা কাজ করেন, বরং তাদের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন। কেননা, তার সঙ্গে মাত্র দেড় বছর কাজ করেছি আমি।”

বিজ্ঞাপন

বিভিন্ন সময় নানা সামাজিক ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে কথা বলে আলোচনায় উঠে আসেন ব্যারিস্টার সুমন। প্রায়ই সরকারের সমালোচনাও শোনা যেত তার কন্ঠে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হন তিনি।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD