Logo

নতুন ঝামেলায় সাবা, দুই ঘণ্টা সময় দিয়ে করলেন হুঁশিয়ার

profile picture
জনবাণী ডেস্ক
৭ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:২৮
122Shares
নতুন ঝামেলায় সাবা, দুই ঘণ্টা সময় দিয়ে করলেন হুঁশিয়ার
ছবি: সংগৃহীত

তবে বর্তমান সময়টা খুব একটা ভালো যাচ্ছে না এই অভিনেত্রীর

বিজ্ঞাপন

অভিনেত্রী, মডেল ও নৃত্যশিল্পী সোহানা সাবা। দেশের বাইরের চলচ্চিত্রেও সুনামের সঙ্গে অভিনয় করেছেন। ফ্যাশন সচেতনতার জন্য ভক্তদের কাছ থেকে আলাদাভাবে প্রশংসাও পেতেন এই মডেল। তবে বর্তমান সময়টা খুব একটা ভালো যাচ্ছে না এই অভিনেত্রীর। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আওয়ামীপন্থি তারকারা এখন সাধারণ জনতার খুবই অপছন্দের মানুষ।

বিশেষ করে সম্প্রতি ‘আলো আসবেই’ নামক হোয়াটস অ্যাপ গ্রুপের গোপন কথোপকথনের স্ক্রিন শট ভাইরাল হওয়ার পর ছাত্র আন্দোলনের সময় কিছু তারকার অবস্থান নিয়ে শুরু হয় জোর তোলপাড়। সেইসব শিল্পীরা সামাজিক মাধ্যমে নেটিজেনদের কাছে ব্যাপকভাবে কটাক্ষের শিকারও হয়েছেন। আর তাদের একজন হলেন সোহানা সাবা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই পরিস্থিতির মধ্যে আবার নতুন বিপাকে পড়লেন তিনি। একটু আগে সোহানা সাবা নিজেই নিজের ভেরিফায়েড ইন্সটাগ্রাম আইডিতে বিষয়টি সম্পূর্ণ তুলে ধরেছেন।

সাবা লিখেছেন, দেশের একটি সংবাদমাধ্যমের অনলাইন আমার বিরুদ্ধে শুক্রবার (৬ সেপ্টেম্বর) একটি (ইউটিউব এবং অনলাইন নিউজ) নিউজ করেছে যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে, যাতে আমার ইমেজ নষ্ট হয়। গত ২০ বছর ধরে আমি মিডিয়াতে কাজ করছি এবং সচেতনভাবে আমি আমার কাজের বাইরে কোনো বিতর্ক বা আলোচনায় থাকতে চাইও আর পছন্দ করি না।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই তারকা আরও লিখেছেন, ‘এ বছরের শুরুতে একটি প্রতারণামূলক দল আমার নামে মানুষের কাছ থেকে বেশ টাকা নিচ্ছিল। আমি তখনই থানায় একটি জিডি করি, যেন ভবিষ্যতে এ ধরনের কাজ কেউ আর করার সাহস না পায়। সেখান থেকে এক অপরিচিত সাংবাদিক এই ঘটনা সম্পর্কে জানতে পারে এবং আমাকে ফোন করে কথা বলে। এখন দেখছি, সে আমার বিনা অনুমতিতে সেই কথোপকথনটি রেকর্ড করেছে, যা সম্পূর্ণ আইনের বাইরে।’

সবশেষে সাবা হুঁশিয়ারি দিয়ে লেখেন, ‘একজন নারী হিসেবে আমি সে সময়ে আমার সম্মান বাঁচাতে যে কাজটি করেছি, সেটি এই অসময়ে এসে ভোরের কাগজ আমার বিরুদ্ধেই বানোয়াট নিউজ করে আমার রেপুটেশন নষ্ট করার চেষ্টা করেছে একটি বিকৃত শিরোনামের মাধ্যমে। আমি তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, আগামী দুই ঘণ্টার মধ্যে আপনারা আপনাদের পোর্টাল থেকে প্রত্যেকটি নিউজ ডিলিট করবেন। না হলে আমি এই প্রমাণ নিয়ে আইনানুগ সিদ্ধান্ত নিতে বাধ্য হব।’

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD