Logo

কন্যা সন্তানের মা হলেন দীপিকা

profile picture
জনবাণী ডেস্ক
৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৪:১২
64Shares
কন্যা সন্তানের মা হলেন দীপিকা
ছবি: সংগৃহীত

দীপিকার মা হওয়ার বিষয়টি ভারতের একাধিক গণমাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রথম সন্তানের মা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। 

রবিবার (৮ সেপ্টেম্বর) মুম্বাইয়ের এক হাসপাতালে তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের কোলে আসে কন্যা সন্তান।  তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি রণবীর ও দীপিকা।

বিজ্ঞাপন

দীপিকার মা হওয়ার বিষয়টি ভারতের একাধিক গণমাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালের সামনে পরিবারসহ দেখা যায় দীপিকাকে। যার ভিডিও সোশ্যাল মিডিয়াও ছড়িয়ে পড়েছে। ভিডিটি শেয়ার করে অনেক ভক্তই দীপিকাকে শুভকামনা জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চিকিৎসকের তথ্য অনুযায়ী, চলতি এ মাসের শেষের দিকে দীপিকার মা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই হাসপাতালে অভিনেত্রীকে দেখে ভক্তদের মাঝে আনন্দ বিরাজ করছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই জানাচ্ছেন শুভকামনা। এদিকে প্রথম সন্তানের বাবা-মা হতে যাওয়া দীপিকা পাডুকোন ও রণবীর সিং ইতোমধ্যেই সন্তানের জন্য সব ধরনের প্রস্ততি সম্পন্ন করেছেন। নিয়েছেন নতুন বাড়িও।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD