Logo

প্রাক্তন স্ত্রী রিনাকে চমকে দিলেন আমির খান

profile picture
বিনোদন ডেস্ক
২২ নভেম্বর, ২০২৫, ১৪:৩৩
14Shares
প্রাক্তন স্ত্রী রিনাকে চমকে দিলেন আমির খান
ছবি: সংগৃহীত

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান বর্তমানে গৌরী স্প্র্যাটকের সঙ্গে সম্পর্কে থাকলেও প্রাক্তন দুই স্ত্রী—রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে তার সম্পর্ক বরাবরই বন্ধুত্বপূর্ণ। সন্তানদের সঙ্গেও একইভাবে খোলা মনের, আন্তরিক সম্পর্ক বজায় রেখে চলেন তিনি।

বিজ্ঞাপন

ইরা খানের বিয়েতে কিরণ রাওকে আমন্ত্রণ জানানো থেকে শুরু করে প্রাক্তন স্ত্রীর সিনেমার পাশে দাঁড়ানো—সব জায়গাতেই দেখা গেছে আমিরের সেই পরিপক্বতা।

সেই ধারাবাহিকতার আরেকটি দৃশ্য দেখা গেল সম্প্রতি। মুম্বাইয়ের ‘ইমার্জেন্স নেহেরু সেন্টার আর্ট গ্যালারি’-তে রিনা দত্তের আর্ট প্রদর্শনীতে হঠাৎ হাজির হয়ে তাকে চমকে দেন আমির খান। ১৮ নভেম্বর শুরু হওয়া এই প্রদর্শনীতে আমিরের এমন আকস্মিক উপস্থিতিতে বেশ আনন্দিত হন রিনা।

বিজ্ঞাপন

ইনস্টাগ্রামে আমিরের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেন রিনা দত্ত। সেখানে দেখা যায়, তিনি পরেছেন কালো প্রিন্টেড শাড়ি ও ম্যাচিং ব্লাউজ; আর আমিরের পরনে সবুজ কুর্তা, কালো প্যান্ট এবং ওয়েস্ট কোট। ছবির ক্যাপশনে রিনা লেখেন, “যখন আপনার প্রাক্তন আপনাকে চমকে দেয় এবং আপনার প্রদর্শনীতে আসে। আমার আর্ট জার্নিতে অবিরাম সমর্থনের জন্য ধন্যবাদ আমির।”

১৯৮৬ সালে আমির ও রিনার বিয়ে হয়, ২০০২ সালে বিচ্ছেদ। তাদের দুই সন্তান—জুনেদ ও ইরা। পরে ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন আমির; তাদের এক ছেলে আজাদ। ২০২১ সালে আমির- কিরণের বিচ্ছেদ হয়।

বিজ্ঞাপন

বর্তমানে গৌরী স্প্র্যাটকের সঙ্গে সম্পর্কে থাকলেও ব্যক্তিগত বিষয় আড়ালে রাখতে চান আমির। তবু মাঝে মাঝে গৌরীর সঙ্গে সময় কাটানোর ছবি সামনে আসে। প্রাক্তনদের সঙ্গে সুসম্পর্ক ও শিল্প-সংস্কৃতিতে নিয়মিত উপস্থিতির মধ্য দিয়ে আবারও নিজের ব্যক্তিত্বের অন্য দিক অনায়াসে তুলে ধরলেন এই বলিউড তারকা।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD