Logo

শুটিং সেটে গুরুতর আহত শ্রদ্ধা কাপুর

profile picture
বিনোদন ডেস্ক
২২ নভেম্বর, ২০২৫, ১৬:১৮
4Shares
শুটিং সেটে গুরুতর আহত শ্রদ্ধা কাপুর
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর শুটিং সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন। নতুন ছবির একটি দৃশ্য ধারণের সময় তার পায়ে আঘাত লাগে। আহত অবস্থায় দ্রুত তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে—চোটটি মারাত্মক হলেও প্রাণঘাতী নয়। আপাতত অভিনেত্রীকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যম জানায়, শ্রদ্ধা বর্তমানে ‘ঈথা’ নামের একটি নতুন সিনেমার শুটিং করছেন। ছবিটি মারাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মঙ্গ নারায়ণগাঁওকরকে কেন্দ্র করে নির্মিত একটি বায়োপিক।

চিকিৎসকরা জানিয়েছেন, ভয়ের কোনো কারণ নেই। তবে ধকল কাটাতে ও পায়ের ব্যথা কমাতে তাকে কয়েক দিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সুস্থ হয়ে খুব শীঘ্রই তিনি আবারও সেটে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

বিজ্ঞাপন

সিনেমার একটি বিশেষ দৃশ্যে মারাঠি ঐতিহ্যবাহী ‘লাভনি’ নাচের শুট করছিলেন শ্রদ্ধা। ঠিক তখনই ঘটে এই বিপত্তি। লাভনি নাচের জন্য শ্রদ্ধার পরনে ছিল অত্যন্ত জাঁকালো সাজপোশাক। ভারী শাড়ি ও গয়না মিলিয়ে তার শরীরে ছিল প্রায় ১৫ কেজি বাড়তি ওজন।

কোমরে বাঁধা ছিল একটি ভারী কোমরবন্ধনী। দ্রুতলয়ের নাচ করতে গিয়ে হঠাৎ ওই কোমরবন্ধনী খুলে গিয়ে তার পায়ের ওপর জোরে পড়ে। মুহূর্তেই তীব্র ব্যথায় নড়াচড়া করতে পারছিলেন না অভিনেত্রী। এরপরই শুটিং থামানো হয় এবং তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD