Logo

সমর্থকদের ধন্যবাদ জানালেন মিথিলা

profile picture
বিনোদন ডেস্ক
২২ নভেম্বর, ২০২৫, ১৬:৩৯
3Shares
সমর্থকদের ধন্যবাদ জানালেন মিথিলা
ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময় দেশের বিনোদন অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে আলোড়ন তোলেন তিনি। অংশগ্রহণকারীদের মধ্যে পিপলস চয়েস ভোটে তৃতীয় স্থান অর্জন করে নতুন ইতিহাস গড়েন মাগুরার এই মেয়ে।

বিজ্ঞাপন

থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের ৭৪তম আসরে শুরুতে খুব একটা স্পটলাইটে না থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে নিজ দক্ষতা ও ক্যারিশমায় আলোচনার কেন্দ্রে জায়গা করে নেন মিথিলা। সামাজিক মাধ্যমে সহকর্মী, দর্শক ও ভক্তদের ব্যাপক সমর্থনে দ্রুত ভোটে শীর্ষ অবস্থানেও ওঠেন তিনি। যদিও শেষদিকে ভোটে বড় ধরনের পতন হয়, তবুও শেষ পর্যন্ত টপ থার্টিতে থেকে প্রতিযোগিতা শেষ করেন—যা বাংলাদেশের ইতিহাসে এই র‌্যাংকিংয়ে প্রথম অর্জন।

এবার তিনি নিজের সমর্থকদের জানালেন ভালোবাসা এবং সমর্থনের জন্য তাদের প্রতি প্রকাশ করলে কৃতজ্ঞতা।

বিজ্ঞাপন

একটি ভিডও বার্তায় মিথিলা থাইল্যান্ড থেকে বলেন, ‘আমি চেষ্টা করেছি, আপনারা সমর্থন করেছেন। দুটি মিলিয়েই আজ আমার জার্নি এখানে সমাপ্তি হয়েছে। ফলাফল যাই হয়েছে তাতেই আমি খুশি, কারণ আপনাদের ভালোবাসা আমাকে সাহস জুগিয়েছে। এমন ভালোবাসা দেওয়ার জন্য হৃদয় থেকে ধন্যবাদ।’

এবারের প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মেক্সিকোর ফাতিমা বোশ ফেরান্দেজ। দেশটির জন্যও এমন অর্জন এবারই প্রথম। ২১ নভেম্বর বাংলাদেশের সকালে থাইল্যান্ডের ব্যাংককে এবারের আসরের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD