Logo

গোয়ায় জয়ার ‘ভূতপরী’র বিশেষ প্রদর্শনী

profile picture
জনবাণী ডেস্ক
২১ নভেম্বর, ২০২৪, ০৭:৩৫
48Shares
গোয়ায় জয়ার ‘ভূতপরী’র বিশেষ প্রদর্শনী
ছবি: সংগৃহীত

এমন একটি ঐতিহাসিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি জায়গা করে নেওয়ায় সম্মানিত বোধ করছেন তিনি

বিজ্ঞাপন

দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বর্তমানে কলকাতায় অবস্থান করছেন তিনি। সেখানে তার নতুন দুই চলচ্চিত্রের ডাবিংয়ের কিছু সংশোধনীর কাজে গিয়েছেন। ওখান থেকে এই নায়িকা যাবেন গোয়ায়। সেখানে গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে তার ‘ভূতপরী’ ছবির বিশেষ প্রদর্শনী হবে।

গোয়ায় ‘ভূতপরী’ সিনেমার বিশেষ প্রদর্শনী হবে সোমবার (২৫ নভেম্বর)। এর প্রদর্শনী নিয়ে যোগাযোগ করা হলে কলকাতা থেকে কালবেলাকে তিনি জানান, গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে ইন্ডিয়ান প্যানারোমা বিভাগের ফিচার ফিল্ম শাখায় জায়গা পেয়েছে। এমন একটি ঐতিহাসিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি জায়গা করে নেওয়ায় সম্মানিত বোধ করছেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

‘ভূতপরী’ সিনেমাটি ৯ ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পায়। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে জয়া আহসান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল ও বিষান্তক মুখোপাধ্যায় প্রমুখ। এটি পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD