Logo

অপুর নতুন লুকে, চমকে গেলেন পূজা চেরিও!

profile picture
জনবাণী ডেস্ক
৫ ডিসেম্বর, ২০২৪, ০২:৩২
36Shares
অপুর নতুন লুকে, চমকে গেলেন পূজা চেরিও!
ছবি: সংগৃহীত

ঢালিউড কুইন খ্যাত এই নায়কা কারও কাছে রানি, কারও কাছে আবার স্বপ্নের নায়িকা

বিজ্ঞাপন

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। ঢালিউড কুইন খ্যাত এই নায়কা কারও কাছে রানি, কারও কাছে আবার স্বপ্নের নায়িকা। আবার কোনো কোনো ভক্তদের কাছে ‘দিদি’ও তিনি।

বিজ্ঞাপন

ইদানীং সামজিক মাধ্যমে বেশ সরব থাকতে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে। কখনও কখনও ইঙ্গিতপূর্ণ পোস্ট, আবার হাটাৎ করেই ছবিতে ভরে ওঠে তার টাইমলাইন। তার ভক্তরাও এই বিষয়গুলো খুব মজায় মজায় নেন। আবার কিছু সময়ে নায়িকাকে ভিন্ন আশাকে দেখে রূপের প্রশংসায় মেতে উঠতে দেখা যায় তার অনুরাগীদেরকে।

বিজ্ঞাপন

এবারও তার ব্যতিক্রম কিছু না। দিন চারেক আগে নতুন মেকওভারে ধরা দেন অভিনেত্রী। রয়েল ব্লু ব্লেজার পরে  নীলে নীলে নীলাঞ্জনায় পরিণত হয় এ নায়িকা। এতে তার ভক্তদেরও তাক লাগে রীতিমতো। একজন তো মন্তব্য ঘরে ডেকেই বসেন ‘নীলপরী’ বলে।

তবে শুধু নীলেই নয়। সাদাতেও নজর কেড়েছেন এই অবিনেত্রী ! এই নায়কার কিছু ছবি টাইমলাইনে ভেসে বেড়াতে দেখা যায়। নতুন এই মেকওভারে পুরো সাদাতেও ফুটে ওঠেন অপু।

অভিনেত্রীর পরনে ছিল সাদা স্যালোয়ার। কিন্তু ওড়নায় সাদার ওপরে রুপালি পুঁথির কিছু কাজ দেখা যায়। ড্রেসের সঙ্গে মিল রেখে আবার সাদা হিল পরেছেন। শুধু তাই নয়, কানে ছিল পাথরের দুল, হাতে রতনচূড়ও নজর কাড়ে অনুরাগীদের।

বিজ্ঞাপন

এক ব্যাক্তি লিখেছেন, ‘নতুন এক্সপ্রেশন, নতুন লুকে সুন্দর।’ আবার একজন লেখেন, ‘পরী!’। আরো একজন লেখেন, ‘এত সুন্দর কেন দিদি আপনি?’  

বিজ্ঞাপন

অভিনেত্রীর এই ছিমছাম সাজ ভক্তদের যেমন তাক লাগায়, এমন সাজ দেখে চমকে যান চিত্রনায়িকা পূজা চেরিও। অপুর পোস্টের মন্তব্য ঘরে পূজা লেখেন, ‘ইসসস! কি সুন্দর! দিদি’

বিজ্ঞাপন

পূজার মন্তব্যের উত্তরটি খুব সুন্দর ভাবে দেন অপু বিশ্বাস। লেখেন, ‘তোমার মতো না হানি’।

 হোক অপুর নতুন রূপ অথবা দুই নায়িকার আদুরে আলাপ- সব মিলিয়ে ভক্তদের প্রশংসা, ভালোবাসা কুড়িয়েছেন তারা।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD