Logo

নারী অবহেলিত হয় পুরুষের কাছেই: অপু বিশ্বাস

profile picture
জনবাণী ডেস্ক
৮ ডিসেম্বর, ২০২৪, ০৪:৪১
45Shares
নারী অবহেলিত হয় পুরুষের কাছেই: অপু বিশ্বাস
ছবি: সংগৃহীত

আমাদের সকলের লক্ষ্য সেটাই হওয়া উচিত বলে মনে করি

বিজ্ঞাপন

অপু বিশ্বাস ঢাকাই সিনেমা জগতের অন্যতম সফল এবং জনপ্রিয় চিত্রনায়িকা। এক অনুষ্ঠানে এই চিত্রনায়িকা বলেন, ‘কিছু নারীও অবহেলিত হয় পুরুষের কাছেই। জীবন ভীষণ ছোট কিন্তু কাজ করতে হবে প্রচুর, সে কাজের মধ্য দিয়ে বেঁচে থাকতে হবে পৃথিবীর মানুষের হৃদয়ে।’ 

অপু বিশ্বাসের কথায়, ‘সংসার জীবন বা নিজের জীবনে নারী হিসেবে যে কোনো ধরণের ঝড় আসতেই পারে আমাদের মানুষ হিসেবে দায়িত্ব সেটাকে সামলে নিয়ে সামনে এগিয়ে যাওয়া। এর উদ্দেশ্য হচ্ছে আমাদের থেকে অপর প্রান্তে কেউ যেন কিছু শিখতে পারে। আমাদের সকলের লক্ষ্য সেটাই হওয়া উচিত বলে মনে করি।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মা হওয়ার অনুভূতি প্রকাশ করা যায় না উল্লেখ করে তিনি বলেন, সত্যি বলতে গেলে মেয়েরা কতটুকু সংগ্রাম করে জীবনে মা হয়। এটা যারা মা হয়েছেন শুধু তারাই উপলব্ধি করতে পারে। এই অনুভূতি এমন একটা অনুভূতি এটা আসলে প্রকাশ করার মতো না। 

‘যেমন আমি যখন প্রথম মা হয়েছি আমি যেন বিশ্বাসই করতে পারছিলাম না আমার সন্তান যে আমার শরীরের একটা অংশ। এটা যে কী দারুণ একটা অনুভূতি। এখনও যারা মা হননি। তারা কিন্তু সেই উপলব্ধি কখোনই বুঝে উঠতে পারবেন না।’

বিজ্ঞাপন

অপু বিশ্বাসের ভাষ্য, আমি বাবাদেরকেও ছোট করবো না। কারণ প্রত্যেকটা নারী সামনে এগিয়ে যায় প্রত্যেক পুরুষের জন্যই। আমি আজকের যে অপু বিশ্বাস অবশ্যই সেখানে একজন পুরুষের সান্নিধ্য, ভালোবাসা, আর্শীবাদ আছে।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, অপু বিশ্বাস ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমে ২০০৬ সালে ব্যাপক পরিচিত পান। এর আগে ‘কাল সকালে’ চলচ্চিত্রে পার্শ্ব চরিত্র দিয়ে ক্যারিয়ার শুরু হয় তার। সিনেমাটি পরিচালনা করেন পরিচালখ আমজাদ হোসেন। এরপর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত হোন অপু বিশ্বাস। বহুদিন পর এমন নিয়মিত জুটি পায় বাংলা সিনেমার দর্শক প্রেমীরা। 

বিজ্ঞাপন

ক্যারিয়ারের জনপ্রিয়তার তুঙ্গে তখন অপু বিশ্বাস। কারণ তখন শাকিব খান মানেই যেন তিনি। সমালোচকদের মতে সালমান শাহ ও শাবনূর-এরপর এতটা সফল কোনো জুটি আর আসেনি চলচ্চিত্র পাড়ায়। ২০১৭ পর্যন্ত শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ৭২টি সিনেমা মুক্তি পায় অপু বিশ্বাসের।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD