Logo

জেল থেকে বের হওয়ার পর যা বললেন আল্লু অর্জুন

profile picture
জনবাণী ডেস্ক
১৪ ডিসেম্বর, ২০২৪, ২৩:২৭
52Shares
জেল থেকে বের হওয়ার পর যা বললেন আল্লু অর্জুন
ছবি: সংগৃহীত

নারীর মৃত্যুর ঘটনায় আমি দুঃখিত, শোকাহত। আইনকে সম্মান করি, তদন্তে সহযোগিতা করব।’

বিজ্ঞাপন

হায়দরাবাদে পদপিষ্ট হয়ে নারীর মৃত্যুর ঘটনায় আল্লু অর্জুনকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন তেলঙ্গানা হাইকোর্ট। ৫০ হাজার টাকার বন্ডে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে হায়দরাবাদের নিম্ন আদালত আল্লু অর্জুনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। গ্রেফতারকে চ্যালেঞ্জ জানিয়ে এফআইআর খারিজের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ল্লু। সেখানে অভিনেতার আবেদন মঞ্জুর হয়েছে।

বিজ্ঞাপন

 আল্লু অর্জুনকে শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আল্লুসহ মোট সাতজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। আল্লুর পাশাপাশি আরও দু’জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন সন্ধ্যা থিয়েটারের মালিকও। বাকি অভিযুক্তদেরকেও অন্তর্বর্তী জামিন দিয়েছে হাইকোর্ট।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে জেল থেকে বেরিয়ে আল্লু বলেন, ‘নারীর মৃত্যুর ঘটনায় আমি দুঃখিত, শোকাহত। আইনকে সম্মান করি, তদন্তে সহযোগিতা করব।’

বিজ্ঞাপন

দুর্ঘটনার তদন্তে সব ধরণের সাহায্য করব উল্লেখ করে আল্লু বলেন, ‘পরিবারের প্রতি আমি সমব্যথিত। পুরো ঘটনায় খুবই শোকাহত। দেশের আইনকে সম্মান করি। কথা দিচ্ছি এই দুর্ঘটনার তদন্তে সব সাহায্য করব।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে অভেনেতার বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন স্বামী ভাস্কর। তিনি গণমাধ্যমকে বলেন, ‘মামলা তুলে নিতে প্রস্তুত আমি। আল্লু অর্জুনের গ্রেপ্তার হওয়ার খবর জানতাম না। আর সেদিন পদপিষ্ট হয়ে আমার স্ত্রীর মৃত্যুর নেপথ্যে ওর তো কোনও হাত নেই।’

উল্লেখ্য, নারীর মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় শোক প্রকাশ করেছেন অভিনেতা আল্লু অর্জুন।  এ ঘটনায় তার পরিবারকে আল্লু ২৫ লাখ টাকাও দেওয়ার আশ্বাস দিয়েছেন। আর আহত শিশুর চিকিৎসার দায়িত্বও নিয়েছেন।

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD