আলীবাগের বাংলোতে সুহানার সঙ্গে অগস্ত্য, তবে কি প্রেমের গুঞ্জন সত্যি

বেশ আগেই বিদেশে পার্টি, দিওয়ালিতে একসঙ্গে রাত্রিযাপন করতো প্রায় সময়ই
বিজ্ঞাপন
জন্ম থেকেই স্পট লাইটে থাকে বলিউডের স্টার কিডস। প্রায় সময়ই খবরের শিরোনামে জায়গা করে নেয় তারা। কখনো ব্যক্তিজীবন কখনোবা প্রেম নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। দীর্ঘদিন ধরে বি-টাউনে চর্চায় ছিল অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য ও শাহরুখ খানের কন্যা সুহানার প্রেমের গুঞ্জন। আবারও একসঙ্গে দেখা গেল তাঁদের, যা গুঞ্জনের পারদ আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
বেশ আগেই বিদেশে পার্টি, দিওয়ালিতে একসঙ্গে রাত্রিযাপন করতো প্রায় সময়ই। কখনো আবার রেস্তোরাঁ, ক্যাফেতে একান্ত আলাপচারিতায়, তো কখনো একসঙ্গে আউটিংয়ে দেখা গেছে তাদেরকে। এবার অনেকটা গোপনীয় ভাবেই শাহরুখের আলীবাগের বাংলোতে যান সুহানা খান ও অগস্ত্য বচ্চন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
জানা গেছে, বছর শেষের বিশেষ পার্টির আয়োজন করতেই নাকি বাংলোতে গোপনে দেখা করেছেন এই স্টার কিড। তবে প্রেম লুকিয়ে রাখা যে বেশ কঠিন, এর উদাহরণ তারা। ঠিকই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন এই প্রেমিক জুটি।
বলিউডে ডেবিউয়ের আগে থেকেই গুঞ্জন ছিল শাহরুখ কন্যা সুহানা ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার প্রেমের খবর। প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হতো তাঁদের ছবি ও ভিডিও। এরপর জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেন সুহানা-অগস্ত্য। প্রেমের জল্পনা আরও জোরদার হয়। একাধিকবার একসঙ্গে সময় কাটাতে দেখা যায় দুই স্টার কিডকে।
বিজ্ঞাপন
এমএল/








