Logo

আয়োজকদের বিরুদ্ধে যেসব দুর্ব্যবহারের অভিযোগ হানিয়ার

profile picture
জনবাণী ডেস্ক
২৮ ডিসেম্বর, ২০২৪, ০৬:৩৩
35Shares
আয়োজকদের বিরুদ্ধে যেসব দুর্ব্যবহারের অভিযোগ হানিয়ার
ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন প্রান্তে একের পর এক নজরকাড়া শো করে দর্শকদের মন ছুঁয়েছেন পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির

বিজ্ঞাপন

বিশ্বের বিভিন্ন প্রান্তে একের পর এক নজরকাড়া শো করে দর্শকদের মন ছুঁয়েছেন পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। এ অভিনেত্রী ইতোমধ্যে সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়। অভিনেত্রীর ভক্তরাও মুখিয়ে থাকেন নানা স্বাদের এই অনুষ্ঠান উপভোগের আশায়। 

বিজ্ঞাপন

হানিয়া আমিরকে শেষ দেখা গেছে ‘কভি ম্যায় কভি তুম’ -এ অভিনয় করতে। এ অভিনয় দর্শকদের কাছে প্রশংসিতও হয়েছিল। অভিনেত্রী সম্প্রতি আমেরিকার ডালাসে অনুষ্ঠান করতে গিয়েছিলেন। ভক্তদের সঙ্গে সেখানে সাক্ষাতের কথা ছিল নয়কার। তবে হঠাৎ অভিনেত্রী সেই অনুষ্ঠান মঞ্চ ছাড়তে বাধ্য হন। 

বিজ্ঞাপন

অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ তোলেন নায়কা। ম্যানেজার ও তাকে গালাগালি দেওয়া হয়েছে বলেও অভিযোগ হানিয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে  ভক্তদের-অনুরাগিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হানিয়া লিখেছেন, ‘এটা সকলেরই জানা আমি আমার ভক্তদের ভালোবাসি এবং সম্মান করি। ডালাস ইভেন্টে যাঁরা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, তাঁদের কাছে ক্ষমাপ্রার্থী এভাবে হঠাৎ সবকিছু বন্ধ করার জন্য।’

সেদিনের ঘটনা ব্যাখ্যা করে নায়কা জানান, ভিড়ের মধ্যেও সবাই তার ছবি তুলছিলেন এবং ভিডিয়ো করছিলেন। সেই সময় তিনি শুনতে পান অনুষ্ঠানের একজন কর্মকর্তা তার ম্যানেজারকে গালাগাল করছেন। কী কারণে এমন দুর্ব্যবহার? সেটা জানতে ছুটে গিয়েছিলেন হানিয়া। তার বারবারই মনে হয়েছিল এই ব্যবহার কখনোই কারও সঙ্গে করা উচিত নয়। তাই মন খারাপ করে অভিনেত্রী ব্যাকস্টেজে চলে গিয়েছিলেন।

বিজ্ঞাপন

এরপরই আয়োজকরা সবাইকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন বলে অভিযোগ। কিছুক্ষণ অপেক্ষার পর ব্যাকস্টেজেই ভক্তদের সঙ্গে ছবি তুলেন হানিয়া। ধীরে ধীরে তাকে দেখতে ছুটে আসেন ভক্তরা-অনুরাগীরা। যা দেখে চটে যান ওই আয়োজক। নায়কার নাম ধরে ডাকতে থাকেন। একটা সময় চিৎকার শুরু করেন। তাদেরকে বেরিয়ে যেতে বলেন বলেও অভিযোগ। সরাসরি আক্রমণ করেন হানিয়াকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কোনও মহিলার সঙ্গে এমন আচরণ দেখে স্তম্ভিত অভিনেত্রী। হানিয়ার কথায়, ‘আমরা নারীরা শুধু পুরুষ-শাসিত সমাজের অংশ। কিছুতেই পার পেয়ে যেতে পারেন না এই ধরনের ব্যবহার করে।’ 

কিন্তু সেদিনের ঘটনায় ভক্তদের-অনুরাগীদের কাছে ক্ষমা চেয়েছেন অভিনেত্রী। হানিয়া বলেন, ‘আমি আপনাদের প্রত্যেকের কাছে ক্ষমাপ্রার্থী। তোমাদের প্রত্যেককে খুব ভালোবাসি। আমি দুঃখিত এইভাবে সবটা শেষ করতে হয়েছিল বলে।’

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD