Logo

গভীর রাতে ঐশ্বরিয়ার ফ্ল্যাটে সালমান, ঝাঁপ দিতে চেয়েছিলেন ১৭ তলা থেকে

profile picture
জনবাণী ডেস্ক
৩০ ডিসেম্বর, ২০২৪, ০৭:০৯
60Shares
গভীর রাতে  ঐশ্বরিয়ার ফ্ল্যাটে সালমান, ঝাঁপ দিতে চেয়েছিলেন ১৭ তলা থেকে
ছবি: সংগৃহীত

বলিউডে বিচ্ছেদগুলির মধ্যে অন্যতম ঐশ্বরিয়া রাই বচ্চন ও সালমান খানের বিচ্ছেদ।

বিজ্ঞাপন

বলিউডে বিচ্ছেদগুলির মধ্যে অন্যতম ঐশ্বরিয়া রাই বচ্চন ও সালমান খানের বিচ্ছেদ। তাদের প্রেম শুরু হয়েছিল ‘হাম দিল দে চুকে সনম’-এর সেটে। কিন্তু কিছুদিনের মধ্যেই তাদের সেই প্রেম ভেঙে যায়। তিক্তভাবে শেষ হয় তাদের সম্পর্ক।

সালমান খানের বিরুদ্ধে ঐশ্বরিয়াকে মারধরেরও অভিযোগ ওঠে। শোনা যায়, রাত তিনটার সময় ঐশ্বরিয়ার ফ্ল্যাটে গিয়ে ভাঙচুর চালান সালমান খান। অসলে কী ঘটেছিল সে রাতে? পরবর্তীতে এ নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন সালমান নিজেই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সে ঘটনার সময়ে ঐশ্বরিয়া থাকতেন গোরখ হিল টাওয়ারে। শোনা যায়, মদ্যপ অবস্থায় সেখানেই নাকি পৌঁছে গিয়েছিলেন ভাইজান। ঐশ্বরিয়ার সঙ্গে তার অশান্তি ছিল কঠিন। সালমান খানও ছিলেন নাছোড়বান্দা। ১৭ তলায় উঠে যেকোনো কিছুর মূল্যে অভিনেত্রীর রুমে প্রবেশ করতে চান তিনি।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘড়িতে তখন রাত তিনটা। বিল্ডিংয়ে পৌঁছেই নাকি ঐশ্বরিয়ার ফ্ল্যাটে ঢোকার জন্য কাকুতিমিনতি করতে থাকেন সালমানন। প্রথমে রাজি হননি ঐশ্বরিয়া। এরপরই ১৭ তলা থেকে ঝাঁপ দেওয়ার হুমকি দেন এ অবিনেতা।  সেখানে শুরু হয় তুমুল হট্টগোল। 

সেই ঘটনার বহু বছর পর এক সাক্ষাৎকারে মুখ খুলেন অভিনেতা নিজেই। তিনি স্বীকার করে নেন ঘটনার সত্যতা। তবে সালমান এটাও জানান, যতটুকু ঘটেছে তার থেকে একটু বেশিই রটেছে। 

বিজ্ঞাপন

সালমানের ভাষায়, ‘যা রটেছে তা আমি অস্বীকার করছি না। অবশ্যই সেখানে সত্যতা রয়েছে। কিন্তু কিছু কিছু ঘটনা রঙ চড়িয়েও বলা হয়েছে। আমার ওর সঙ্গে সম্পর্ক ছিল। সম্পর্কে যদি ঝামেলাই না হয়, তবে সেই সম্পর্কে কোনওদিনই কোনও ভালোবাসা ছিল না। নিজের গাড়ির দরজায় দুমদাম মেরেওছিলাম আমি। পুলিশের তরফেও আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল, আমি যেন ঐশ্বরিয়ার বাড়ির সামনে না যাই।’

বিজ্ঞাপন

নব্বইয়ের দশকের শেষের দিকে শুরু হয়েছিলো এ অভিনেতা ও অভিনেত্রীর মধুর প্রেম। সে সময় সোমি আলির সঙ্গে সম্পর্কে ছিলেন বলিউড ক্ষেতো ভাইজান। সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ছবির সেটে প্রথম দেখাতেই রাই-সুন্দরীর প্রেমে পড়েন সালমান। তাদের প্রেম চার বছর টিকেছিল। 

বিজ্ঞাপন

২০০২ সালে এক সাক্ষাৎকারে অভিনেত্রী ঐশ্বরিয়া প্রথম তাদের বিচ্ছেদের খবর সামনে আনেন। তিনি বলেন, ‘বিচ্ছেদের পরেও ও আমাকে বিরক্ত করত। শারীরিক অত্যাচারও করেছে। সেসব সহ্য করেই হাসিমুখে কাজে যেতে হত আমাকে, যেন কিছুই ঘটেনি।’

বিজ্ঞাপন

বিচ্ছেদের বহু বছর কেটে গেলেও ঐশ্বরিয়া ও সালমানের সম্পর্ক স্বাভাবিক হয়নি এখনো। একসঙ্গে সিনেমা করা তো দূর, আজও কোনো পার্টিতে দেখা হলে কথাও বলেন না তারা দুজন।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD