Logo

গীতিকবি শাহ আলম সানির গল্প

profile picture
জনবাণী ডেস্ক
৪ ফেব্রুয়ারী, ২০২৫, ২২:৩৬
74Shares
গীতিকবি শাহ আলম সানির গল্প
ছবি: সংগৃহীত

নাম তার শাহ আলম সানি। জন্ম টাঙ্গাইল জেলার সখিপুর

বিজ্ঞাপন

নাম তার শাহ আলম সানি। জন্ম টাঙ্গাইল জেলার সখিপুর থানার বড় চওনা গ্রামে। ছোটবেলা থেকেই লেখালেখির অভ্যাস। শুরুতে লিখতেন কবিতা। কবি হিসেবেই এলাকায় সুপরিচিত। ভালোবাসার আত্মসমর্পণ তার একক কবিতার বই। বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকাতে লিখছেন নিয়মিত। 

ইদানিং গান লেখা নিয়ে ব্যাস্ত আছেন শাহ আলম সানি। শাহ আলম সানি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার। সম্প্রতি রিলিজ হয়েছে অশোক বালার কন্ঠে স্বাধীন নজরুলের সুরে, হইবি একদিন লাশ শিরোনামের একটি আধ্যাত্মিক গান। গানটি প্রকাশ করেছে বাউল আকাইদ অফিসিয়াল ইউটিউব চ্যানেল।

বিজ্ঞাপন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সুরকার ও কন্ঠ শিল্পী বেলাল খান গেয়েছেন তার লেখা গান বিষন্ন দুপুর। মাসুদ টুটুল গেয়েছেন, সুন্দর সুন্দর মানুষ অনেক, পাইনাতো সুন্দর মন সুন্দর একটা মনের মানুষ আমার প্রয়োজন। 

বিজ্ঞাপন

প্রয়াত কণ্ঠশিল্পী রুবেল রহমান গেয়েছেন আলীম মাহমুদের সংগীতে দুঃখ রে তুই আর কতকাল থাকবি আমার বুকে। 

শামীম আশিক কন্ঠ দিয়েছেন তার লেখা বেকার ছেলে গানে। সোহাগ ইসলাম গেয়েছেন, প্রাণের বন্ধুরে, এই জীবনে তোরে ছাড়া বাচবো কি করে। এডি শহীদ কণ্ঠ দিয়েছেন তার লেখা গান সাংবাদিক সম্মেলন করব। কণ্ঠশিল্পী জিয়া গেয়েছেন শাহ আলম সানির লেখা একটি দেশাত্মবোধক গান। 

বিজ্ঞাপন

গীতিকবি শাহ আলম সানির সাথে কথা বলে জানা যায়, উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী আবু বকর সিদ্দিকীর কন্ঠে, কতদিন কেটে গেছে শিরোনামের একটি আধুনিক গান সম্প্রতি রিলিজ হয়েছে। বাংলার গায়েন কিরণ বাউলের কন্ঠে, তোর সুন্দর ওই দেহখানি পরে রবে মাটিতে, একটি আধ্যাত্মিক গান রিলিজের অপেক্ষায়।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD