Logo

ভাইরাল ছবিটি অভিনেত্রী তিশার নয়: রিউমর স্ক্যানার

profile picture
জনবাণী ডেস্ক
১৭ আগস্ট, ২০২৫, ০২:৫৪
49Shares
ভাইরাল ছবিটি অভিনেত্রী তিশার নয়: রিউমর স্ক্যানার
ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ছবি ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

জনপ্রিয় অভিনেত্রী ও অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ছবি ছড়িয়ে পড়ে। 

ছবিটি মুহূর্তেই ভাইরাল হলেও তা আসলে তিশার প্রকৃত ছবি নয়; বরং সাম্প্রতিক ফটোশুটের একটি ছবিকে সম্পাদনা করে তা ছড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্কের স্বীকৃত সংস্থা রিউমর স্ক্যানার বাংলাদেশ অনুসন্ধানে জানায়, আলোচিত ছবিটি নকল। তিশার ভেরিফাইড ফেসবুক পেজে গত ৩১ মে প্রকাশিত Zuton’s Snapshoot-এর তোলা ফটোশুটে একই ভঙ্গিমা, চেহারার অভিব্যক্তি, কানের দুল এবং পরিবেশগত মিল পাওয়া যায়। এছাড়াও ফটোশুটে ব্যবহৃত শাড়ির রঙের সঙ্গেও ভাইরাল ছবিটির পোশাকের রঙের মিল রয়েছে।

বিজ্ঞাপন

তিশার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও ওই ফটোশুটের অ্যালবাম পাওয়া গেছে। এসব মিল স্পষ্ট করে প্রমাণ করে যে ভাইরাল ছবিটি ডিজিটালভাবে সম্পাদিত।

বিজ্ঞাপন

অতএব, নুসরাত ইমরোজ তিশার নামে ছড়ানো ছবিটি সম্পূর্ণ ভুয়া এবং বিভ্রান্তিকর।

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD