Logo

ভিডিও ফাঁস হওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন পরীমণি

profile picture
জনবাণী ডেস্ক
১৭ আগস্ট, ২০২৫, ০৩:২০
100Shares
ভিডিও ফাঁস হওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন পরীমণি
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি সম্প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

বিজ্ঞাপন

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি সম্প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। অভিনেত্রী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে নিজের সংসার সামলাচ্ছেন তিনি। গত ১০ আগস্ট পরীমণির ছেলে পদ্মের তৃতীয় জন্মদিন বিশেষ আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেন তিনি। পারিবারিক এ অনুষ্ঠানে ঘনিষ্ঠজন ও সহকর্মীরাও উপস্থিত ছিলেন।

তবে জন্মদিনের ভিডিও ও ফুটেজ পরীমণির অজান্তে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় তিনি বিরক্তি প্রকাশ করেন। এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ একটি পোস্ট দেন পরীমণি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পোস্টে তিনি জানান, অনেক ঘনিষ্ঠ ভেবে আসা মানুষরাই বারবার তাকে হতাশ করেছেন। এমনকি ছেলের জন্মদিনের মতো ব্যক্তিগত অনুষ্ঠানে এসে কেউ কেউ রিলস ও ভ্লগ বানিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন, যা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। 

পরীমণি লিখেছেন, “খেয়াল করে দেখবেন, গত ১০ তারিখ থেকে আমি ফেসবুকে ছিলাম না। আমার কিছু ব্যক্তিগত কারণে! আজকে ফেসবুকে ঢুকতেই দেখি আবার কতগুলা চিড়িয়া আমার জীবনের সুখ নিয়ে টানাটানি করা শুরু করে দিছে। আমার বাচ্চাদের নিয়ে ১০ তারিখ একটা ইভেন্ট ছিল আমার একান্ত নিজস্ব কাছের মানুষদের নিয়ে যেটা করতে চেয়েছিলাম। কিন্তু কিছু উল্লুক বেহায়ার মতো আমার ইভেন্টে এসে রিলস আর রিলস আর ব্যবসায়িক ভ্লগ করে ভরায়ে ফেলছে তাদের সোশ্যাল মিডিয়া! যেখানে আমি একটা ছবিও দেই নাই তখনও। তখন কি! এখনো বা কি দিছি এমন বলেন তো!? এমনকি আমার পরিবারের এবং সত‍্যি যাদের কাছে পরিবারের মানুষের গুরুত্ব আছে তারা কিন্তু কেউ ই এরকম করে নাই। আমি শুধু ভাবতেছি এই ইভেন্ট যদি ওরা করতো তাইলে কি কি করতো সেটা নিয়ে! চৌদ্দশ ভিডিও দিতো ভাই নিশ্চিত। তোমরা যে গু তোমরা আজীবন গু ই থাকবা।।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরীমণি আরও লিখেন, আর মানুষের ব্যক্তিগত জীবন এ গুতাগুতি করে নিজের জীবনের অতি মূল্যবান সময়টা নষ্ট করবা। আর আমার গালি খাবা। যেটা তোমরা সত্যিই পাওয়ার যোগ্য মনে করো। মুড়ি খাও গা মাস ভরে যেই ডলার গুলা কামাই করছো ফকিন্নি গুলা। এই গু মার্কা কনটেন্ট ক্রিয়েটরদের গুষ্টি ... আমি। সামনে পরলে থাবড়ায়ে দিবোনে তিন মিনিট। আগেই বলেছিলাম আমার বাচ্চারা কোনো ব্যবসায়িক উপাদান না। ভাল লাগে নাই তখন???”

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD