Logo

বেগুনির মায়ায় কুসুম, আবারও মুগ্ধ ভক্তরা

profile picture
জনবাণী ডেস্ক
১ সেপ্টেম্বর, ২০২৫, ২৩:৩২
42Shares
বেগুনির মায়ায় কুসুম, আবারও মুগ্ধ ভক্তরা
ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার দীর্ঘদিন ধরেই অভিনয়প্রেমী দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তার অভিনয় দক্ষতা ও সৌন্দর্যের মাধ্যমে।

বিজ্ঞাপন

জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার দীর্ঘদিন ধরেই অভিনয়প্রেমী দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তার অভিনয় দক্ষতা ও সৌন্দর্যের মাধ্যমে। পর্দার বাইরে তিনি যেমন একজন সৎ শিল্পী, তেমনি বাস্তব জীবনে নিজের ব্যক্তিত্ব ও উপস্থিতিতেও হয়ে উঠেছেন অনন্য।

বিজ্ঞাপন

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে কুসুমের নতুন কিছু ছবি, যেখানে তাকে দেখা গেছে এক জাঁকজমকপূর্ণ বেগুনি রঙের পোশাকে। ছবিগুলিতে তার হাসিমাখা মুখ, দৃষ্টিনন্দন স্টাইল এবং আত্মবিশ্বাসী ভঙ্গি মুগ্ধ করেছে নেটিজেনদের।

বিজ্ঞাপন

এক নেটিজেন কুসুমের ছবি শেয়ার করে লিখেছেন, ‘বয়স তো শুধু ক্যালেন্ডারের সংখ্যা মাত্র। আজও তিনি আগের মতোই ফিট, প্রাণবন্ত আর এলিগ্যান্ট। একজন আদর্শ অভিনেত্রী যেমন হওয়া উচিত, তিনি তার উজ্জ্বল উদাহরণ।’ এই মন্তব্যের সঙ্গে একমত হয়েছেন তার অসংখ্য ভক্ত।

৪৩ বছর বয়সী এই জনপ্রিয় অভিনেত্রী নিজের বয়স কখনোই আড়াল করেন না। কুসুম নিজেই জানিয়েছেন, তিনি স্টারডম নিয়ে চলেন না, তাই বয়স লুকোনোর প্রশ্নই আসে না। বয়স বাড়লেও তার লাবণ্যে কোনো ছাপ পড়েনি বললেই চলে। বরং তার প্রাণবন্ত উপস্থিতি ভক্তদের মুগ্ধ করছে বারবার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে কাজের ক্ষেত্রেও আবার সক্রিয় হয়েছেন কুসুম। একসময় বিপুল জনপ্রিয়তা ও প্রশংসা কুড়ালেও কিছু সময় দর্শকের চোখের আড়ালে ছিলেন কুসুম। তবে সম্প্রতি তিনি কাজের দুনিয়ায় ফিরেছেন এবং নতুন উদ্যমে আবারও লাইমলাইটে জায়গা করে নিচ্ছেন।

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD