Logo

একশ’ ভাগ সত্য কোনো বয়ফ্রেন্ড নেই আমার: দীঘি

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:১৬
11Shares
একশ’ ভাগ সত্য কোনো বয়ফ্রেন্ড নেই আমার: দীঘি
ছবি: সংগৃহীত

বেসরকারি একটি মোবাইল ফোন অপারেটরের বিজ্ঞাপনে শিশুশিল্পী হিসেবে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন প্রার্থনা ফারদিন দীঘি। এরপর গত বছর ‘তুমি আছো তুমি...

বিজ্ঞাপন

বেসরকারি একটি মোবাইল ফোন অপারেটরের বিজ্ঞাপনে শিশুশিল্পী হিসেবে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন প্রার্থনা ফারদিন দীঘি। এরপর গত বছর ‘তুমি আছো তুমি নেই’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চিত্রনায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করেছেন তিনি। তবে শিশুশিল্পী থেকে এখন বড় হয়ে বিপদে আছেন বলে জানিয়েছেন এই চিত্রনায়িকা।

সেই দিঘী এখন চিত্র নায়িকা! - আনন্দ আলো

বিজ্ঞাপন

সোমবার (১৮ এপ্রিল) চিত্রনায়ক সাইমন সাদিকের একটি ভিডিও আলাপচারিতায় এ কথা বলেন দীঘি।

দীঘি বলেন, বড় হয়ে বিপদে আছি। ছেলেরা মেয়েদের ডিস্টার্ব করে, এটা খুবই সাধারণ বিষয়। ছোট হয়ে যাওয়ার পেছনে কারণ হচ্ছে, ছোট বেলায় যে ভালোবাসা ছিল সেটা প্রকৃত ভালোবাসা ছিল। কোনো হেটার্স ছিল না, সমালোচনা ছিল না। আর শিশুশিল্পী হলে কোনো বাজে কথা হয় না।

যে রেজাল্ট এসেছে তাতেই আমি খুশি: দীঘি

বিজ্ঞাপন

শিশুশিল্পী সময়ের, না বর্তমান সময়ের তারকাভাব উপভোগ করেন- এ প্রশ্নের জবাবে দীঘি বলেন, ছোট বেলায় তারকাভাব কী সেটা বুঝতাম না। তবে ছোটবেলার তারকাভাব এখন উপভোগ করি।

বাবার জয় নিয়ে আশাবাদী দীঘি

এছাড়া তিনি প্রেম-ভালোবাসার বিষয়ে বলেন, একশ’ ভাগ সত্য যে কোনো বয়ফ্রেন্ড নেই আমার। বয়ফ্রেন্ড হিসেব কোন চিত্রনায়ককে চাবেন এই প্রশ্নে বলেন, কোনো নায়ককে চাই না। তবে চিত্রনায়কদের সঙ্গে কাজের বিষয়ে জানান, যখন নবম-দশম শ্রেণিতে পড়ি তখন ইচ্ছা ছিল ভবিষ্যতে দু’জনের সঙ্গে কাজ করব। এর মধ্যে একজন  আরেফিন শুভ’র সঙ্গে মিউজিক ভিডিওতে কাজ করেছি আমি।
সেই দীঘি এখন চিত্রনায়িকা

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বর্তমানে সিনেমায় নিয়মিত অভিনয় করছেন দীঘি। ইতোমধ্যে তার অভিনীত ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমা দুটি মুক্তি পেয়েছে। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’তে-ও দেখা যাবে তাকে।

ওআ/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

একশ’ ভাগ সত্য কোনো বয়ফ্রেন্ড নেই আমার: দীঘি