কলকাতার পূজার মজা আলাদা: জয়া আহসান

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবারও দুর্গাপূজা উদযাপন করলেন দুই দেশে। কলকাতার পূজা পরিক্রমা শেষ করে নবমীর সকালে দেশে ফিরেছেন ঢাকার উদ্দেশে।
বিজ্ঞাপন
ভারতীয় গণমাধ্যমকে জয়া জানালেন, “দারুণ লাগছে। রাত জেগে ঠাকুর দেখা, ভোগ খাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা—সবই হয়েছে। সঙ্গে পূজা পরিক্রমাও হয়েছে।”
বাংলাদেশ এবং কলকাতার পূজার পার্থক্য নিয়ে অভিনেত্রীর মন্তব্য, “হ্যাঁ, কিছুটা পার্থক্য আছে। বাংলাদেশেও বড় করে পূজা হয়, খাওয়া-দাওয়ার ব্যবস্থা থাকে। তবে কলকাতার পূজার ব্যাপারটাই আলাদা।”
কলকাতার প্রতি গভীর টান থাকা সত্ত্বেও দেশের বাড়ির প্রতি আবেগে দ্রুত দেশে ফিরেছেন জয়া। জানা গেছে, বাংলাদেশে তার কম্পাউন্ডে যথাযথভাবে দুর্গাপূজা উদযাপিত হয়, বিশাল মণ্ডপ তৈরি হয় এবং প্রতিমা দর্শনের জন্য প্রচুর ভিড় জমে। সেই মণ্ডপে যোগ দিতে কলকাতা থেকে দেশে তড়িঘড়ি ফেরা হয়েছিল তার।