বোরকা পরে সন্তানদের টিকা দিতে হাসপাতালে পরীমনি

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি এবার ভিন্ন রূপে নজর কাড়লেন অনুরাগীদের। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি শেয়ার করেছেন একটি ভিডিও, যেখানে বোরকা পরে দুই সন্তানকে নিয়ে হাসপাতালে যেতে দেখা যায় তাকে।
বিজ্ঞাপন
ভিডিওতে দেখা যায়, ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য ও মেয়ে সাফিরা সুলতানা প্রিয়মকে নিয়ে গাড়িতে উঠেছেন পরী। সন্তানদের সঙ্গে মজা করতে করতে পৌঁছান হাসপাতালে। সেখানে রাজ্য ও প্রিয়মকে দেওয়া হয় টিকা।
ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন, “আজকে দুজনের ভ্যাকসিন ছিল। এটা হলো ছোটখাটো একটা যুদ্ধের মতো। আজকে আমার ছোট্ট টিয়া পাখিটা বেশি কান্না করে নাই।”
ভিডিওটি দ্রুতই ভক্তদের মাঝে সাড়া ফেলে। পরীমনির বোরকা পরা লুককে অনেকেই প্রশংসায় ভরিয়ে দেন।
বিজ্ঞাপন
একজন মন্তব্য করেন, “মাশাআল্লাহ, পরীমণি আপু বোরকাতে দারুণ লাগছে।”
আরেকজন লেখেন, “ভিডিওটা দেখে খুব ভালো লাগল, আপনাদের জন্য শুভকামনা।”
আরও একজন লিখেছেন, “হিজাব-নিকাবে আরও সুন্দর লাগছে পরীমনি।”
বিজ্ঞাপন
কাজের বাইরে বর্তমানে সন্তানদের নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন এই আলোচিত নায়িকা। সন্তানদের নানা মুহূর্ত নিয়মিত ভাগ করে নিচ্ছেন অনুরাগীদের সঙ্গে।