Logo

টিকটকে ছড়িয়ে পড়েছে মেগাস্টার শাকিব খানের মৃত্যুর খবর, যা জানা গেল

profile picture
বিনোদন প্রতিবেদক
৩ অক্টোবর, ২০২৫, ১৩:৫৭
11Shares
টিকটকে ছড়িয়ে পড়েছে মেগাস্টার শাকিব খানের মৃত্যুর খবর, যা জানা গেল
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। সম্প্রতি তিনি মারা গেছেন দাবিতে লাশবাহী একটি গাড়ি ঘিরে জনতার ঢলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর টিকটকে প্রকাশ পায় ভিডিওটি।

বিজ্ঞাপন

জানা গেছে, শাকিব খান মারা গেছেন শীর্ষক তথ্যটি সঠিক নয়। বরং, সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা কর্নেল (অব:) এম আনোয়ারুল আজিমের লাশবাহী গাড়ির ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

অনুসন্ধানে জানা যায়,  ফেসবুকে MD Samsur Rahman নামের একটি অ্যাকাউন্টে গত ০১ জুন প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল রয়েছে।

বিজ্ঞাপন

ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, লাকসাম মনোহরগন্জের নেতা আজিমের মরদেহবাহী গাড়ির ভিডিও এটি।

অনলাইন গণমাধ্যম সকালের খবর এর সে সময়ের এক প্রতিবেদনেও একই দৃশ্যের সন্ধান মেলে। প্রতিবেদন থেকে জানা যায়, কুমিল্লা -৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক কর্নেল (অব:) এম আনোয়ারুল আজিমের লাশবাহী গাড়ির দৃশ্য এটি। ৩১ মে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অর্থাৎ, ভিডিওটির সাথে শাকিব খানের কোনো সম্পর্ক নেই। 

তাছাড়া, শাকিব খানের মৃত্যুর ঘটনা ঘটলে স্বাভাবিকভাবেই গণমাধ্যমে তা নিয়ে খবর প্রচার হতো। তবে এক্ষেত্রে দেশীয় গণমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্যের সন্ধান পাওয়া যায়নি। শাকিব খানের সামাজিক যোগাযোগ মাধ্যম পেজে তাকে নিয়মিত পোস্ট করতে দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

সুতরাং, সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা কর্নেল (অব:) এম আনোয়ারুল আজিমের লাশবাহী গাড়ির ভিডিওকে শাকিব খান মারা গেছে দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD