কানাডার প্রেক্ষাগৃহে গুলি-অগ্নিসংযোগ, বন্ধ হলো ভারতীয় সিনেমা

কানাডার ওন্টারিও প্রদেশের একটি পেক্ষাগৃহে হলে পরপর অগ্নিসংযোগ ও গুলিবর্ষণের ঘটনার পর বেশ কয়েকটি ভারতীয় সিনেমার প্রদর্শনী সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। ওকভিলের ‘ফিল্ম ডট সিএ’ নামের ওই সিনেমা হল কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ এশীয় চলচ্চিত্রের প্রদর্শনীকে লক্ষ্য করে এই হামলা করা হয়েছে।
বিজ্ঞাপন
হামলার শিকার হওয়ার পর ঋষভ শেঠি অভিনীত ‘কান্তারা: আ লেজেন্ড চ্যাপ্টার ওয়ান’ এবং পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ছবি দুটির শো স্থগিত করা হয়েছে। সিনেমা হল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এমন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা কোনো ভারতীয় ছবি আর প্রদর্শন করবে না।
গত ২৫ সেপ্টেম্বর ভোরে প্রথম হামলাটি ঘটে। স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে দুই ব্যক্তি সিনেমা হলের প্রবেশদ্বারে দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন লাগিয়ে দেয়। হ্যাল্টন পুলিশের মতে, হামলাকারীরা লাল রঙের গ্যাস ক্যান ব্যবহার করেছিল।
বিজ্ঞাপন
এই হামলায় সিনেমা হলটির বাইরের অংশে মাঝারি ধরনের ক্ষতি হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৫টা ১৫ মিনিটের দিকে একটি সাদা এসইউভি গাড়ি সিনেমা হলের সামনে আসে এবং দুজন ব্যক্তি নেমে এসে দরজায় তরল পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়।
আরও পড়ুন: জামদানিতে চমকে দিলেন সোনম কাপুর
এর এক সপ্তাহ পর, অর্থাৎ ২ অক্টোবর, দ্বিতীয় হামলাটি হয়। এবার ভোর ১টা ৫০ মিনিটের দিকে এক সন্দেহভাজন ব্যক্তি সিনেমা হলের প্রবেশদ্বার লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
বিজ্ঞাপন
বিভিন্ন গণমাধ্যম এই হামলাগুলোকে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী বা খলিস্তানি চরমপন্থীদের সঙ্গে সম্পর্কিত বলে দাবি করলেও হ্যাল্টন পুলিশ এখনো হামলার উদ্দেশ্য সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য জানায়নি। পুলিশ এ ঘটনার তদন্ত করছে এবং সন্দেহভাজনদের খোঁজে অভিযান চালাচ্ছে।