সালমানের ‘এশিয়ান ট্যুর’ পোস্টারে নেই সোনাক্ষী

বলিউড সুপারস্টার সালমান খান ও অভিনেত্রী সোনাক্ষী সিনহার বন্ধুত্ব বহুদিনের। দেশ-বিদেশের নানা অনুষ্ঠানে সালমানের সফরসঙ্গী হিসেবে প্রায়ই দেখা গেছে সোনাক্ষীকে।
বিজ্ঞাপন
এবারও অভিনেতার আসন্ন ‘এশিয়ান ট্যুর’-এ তার থাকার কথা ছিল। কিন্তু হঠাৎ প্রকাশিত নতুন পোস্টারে দেখা গেল বড় পরিবর্তন— সোনাক্ষীর জায়গায় জায়গা নিয়েছেন দক্ষিণী তারকা তামান্না ভাটিয়া।
এই অদলবদল ঘিরেই শুরু হয়েছে নানান গুঞ্জন। বলিপাড়ায় শোনা যাচ্ছে, নাকি সোনাক্ষী এখন অন্তঃসত্ত্বা, আর সেই কারণেই তিনি সালমানের সফরে অংশ নিতে পারছেন না।
বিজ্ঞাপন
নেটিজেনদের একাংশ দাবি করছেন, সাম্প্রতিক এক পডকাস্টে অভিনেত্রীকে বেশ ক্লান্ত ও বারবার বালিশে হেলান দিতে দেখা গেছে। অনেকে আবার বলছেন, ইদানীং তিনি ঢিলেঢালা পোশাক পরছেন, যা নাকি তার পরিবর্তিত শারীরিক অবস্থার ইঙ্গিত।
তবে এ নিয়ে এখনো সোনাক্ষী বা তার স্বামী জাহির ইকবাল কেউই কোনো মন্তব্য করেননি।
বিজ্ঞাপন
এর আগেও একাধিকবার তার গর্ভধারণের গুঞ্জন উঠেছিল, কিন্তু প্রতিবারই হাসিমুখে উড়িয়ে দিয়েছিলেন এই তারকা দম্পতি।
তবে এবার সালমান খানের সফর থেকে হঠাৎ নাম বাদ পড়া—বলিউডে নতুন করে জল্পনা ছড়িয়েছে, আসল কারণ কী তা জানতে মুখিয়ে অনুরাগীরা।








