Logo

কাজলের পর অজয়ের পাল্টা মন্তব্য, বিচ্ছেদের আভাস!

profile picture
বিনোদন ডেস্ক
১৩ নভেম্বর, ২০২৫, ১৯:৫২
20Shares
কাজলের পর অজয়ের পাল্টা মন্তব্য, বিচ্ছেদের আভাস!
ছবি: সংগৃহীত

বলিউডের বেশ জনপ্রিয় তারকা দম্পতি কাজল ও অজয় দেবগনের দাম্পত্য জীবনে ফাটল ধরেছে, আবারও এমনই গুঞ্জন ছড়াল। সম্প্রতি তাদের দুজনের পাল্টাপাল্টি মন্তব্য ঘিরে এই দম্পতির বিচ্ছেদের আভাস পাচ্ছে ভক্তরা!

বিজ্ঞাপন

মূলত, কাজলের ‘বিয়ের মেয়াদ’ সম্পর্কিত মন্তব্যের পরপরই অজয় দেবগন প্রেম ও সম্পর্কের গভীরতা নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন, যা তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন জল্পনাকে উসকে দিয়েছে।

সম্প্রতি একটি টক শোতে কাজল সরাসরি দাম্পত্য সম্পর্ক নিয়ে কথা বলেন। সেই শোতে কাজল বলেন, ‘ঠিক সময়ে ঠিক মানুষকে যে কেউ বিয়ে করবে, তার গ্যারান্টি কী? যদি দাম্পত্য নতুন করে শুরু করার সুযোগ থাকত, তাহলে ভালো হতো। কিন্তু দাম্পত্যের যদি একটি মেয়াদ উত্তীর্ণের তারিখ থাকত, তাহলে দুজনের কাউকেই কষ্ট পেতে হতো না।’

বিজ্ঞাপন

কাজলের এই মন্তব্য নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক তখনই অজয় দেবগন তার নতুন সিনেমা ‘দে দে প্যায়ার দে’-এর প্রচারণায় গিয়ে একরকম বেফাঁস মন্তব্য করলেন; যা তাদের দাম্পত্যে ফাটল ধরার গুঞ্জনের পালে আরও হাওয়া জোগাল।

অজয় বলেন, “বর্তমানে প্রেম-ভালোবাসা বড়ই সস্তা হয়ে দাঁড়িয়েছে! এত অপ্রয়োজনীয় কারণেও ‘ভালোবাসি’ শব্দটা বলা হয় যে, অর্থটাই হারিয়ে গিয়েছে। আমাদের প্রজন্মে তো একটা পর্যায়ে সম্পর্ক পৌঁছনোর পর ‘আমরা ভালোবাসি’ বলতাম। তবে মানুষ এখন ‘ভালোবাসা’ শব্দটার গভীরতা বোঝে না।”

ওই সাক্ষাৎকারে অজয় আরও যোগ করেন, ‘এখন তো সব মেসেজেই হার্ট ইমোজি জুড়ে দেওয়া হয়।’ এ সময় পাশে থাকা সহ-অভিনেতা আর মাধবন পোষ্যদের প্রসঙ্গ আনলে অজয় তাতে সম্মতি দেন। অজয় দেবগনের সংযোজন ছিল, ‘আসলে মানুষের পক্ষে এই ধরণের ভালোবাসা সম্ভবই নয়, কারণ পোষ্যরা নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে। আর বিনিময়ে কিছু চায়ও না।’

বিজ্ঞাপন

কাজলের ‘বিয়ের মেয়াদ’ সংক্রান্ত মন্তব্যের পরপরই অজয়ের ‘নিঃস্বার্থ ভালোবাসা শুধু পোষ্যদের পক্ষে সম্ভব’—এমন মন্তব্য প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন, তাদের দাম্পত্যে সত্যিই কোনো সমস্যা চলছে কিনা। তবে এই বিষয়ে তারকা দম্পতি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD