শাকিবেকে নিয়ে যে মন্তব্য করলেন নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার গ্ল্যামারাস চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সম্প্রতি দেশের শীর্ষ দুই নায়ক শাকিব খান ও আরিফিন শুভকে নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন। এক সাক্ষাৎকারে তিনি চলচ্চিত্র জগতের এই দুই জনপ্রিয় নায়কের কাজ এবং ব্যক্তিত্বের প্রতি সম্মান জানান।
বিজ্ঞাপন
শাকিব খানের প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, শাকিব তো শাকিবের জায়গায় সেরা। আমি মনে করি, আমি এই ইন্ডাস্ট্রিতে আসারও আগে থেকেই তিনি শাকিব খান। তাই তার কাজ নিয়ে মন্তব্য করার আমি কেউ নই, কিন্তু সবাই তাকে ভালোবাসে।
আরও পড়ুন: প্রেম–বিয়ে নিয়ে স্পষ্ট মত পারসা ইভানার
অন্যদিকে আরিফিন শুভকে নিয়ে তিনি বলেন, শুভকেও সবাই পছন্দ করে। ওর কাজও দর্শকরা খুবই ভালোবাসে।
বিজ্ঞাপন
নুসরাত ফারিয়া আরও উল্লেখ করেন, দু’জনের সাথেই আমার খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি মনে করি, আমার সাথে যে কোনো নতুন বা পুরনো কলিগ কাজ করুক, এমন পরিবেশ তৈরি করি যাতে হাসি-ঠাট্টার মধ্যে কাজ শেষ হয়।
প্রসঙ্গত, ফারিয়া প্রথমে রেডিও জকি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি তার প্রথম চলচ্চিত্র ‘আশিকী’ দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন।
বিজ্ঞাপন
এটি একটি ভারতীয়-বাংলাদেশি যৌথ প্রযোজনার ছবি, যেখানে তার বিপরীতে ছিলেন অঙ্কুশ হাজরা। এই চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং নুসরাত ফারিয়াকে জনপ্রিয় করে তোলে।








