Logo

মুক্তি পেল জোভান–পায়েলের ডার্ক কমেডি থ্রিলার ‘টাকা’

profile picture
বিনোদন প্রতিবেদক
২৭ নভেম্বর, ২০২৫, ১৯:১৮
4Shares
মুক্তি পেল জোভান–পায়েলের ডার্ক কমেডি থ্রিলার ‘টাকা’
ছবি: সংগৃহীত

অর্থলোভ, শর্টকাট মানসিকতা আর মানবমনের দ্বন্দ্ব—এই সবকিছুর সংঘাতে তৈরি ডার্ক কমেডি থ্রিলার নাটক ‘টাকা’ মুক্তি পেয়েছে জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।

বিজ্ঞাপন

টাকা নিয়ে ভাগ-বাঁটোয়ারার লড়াই, কে নেবে আর কে ছাড়বে—এমনই জটিলতায় গড়া গল্পে তুলে ধরা হয়েছে সামাজিক বাস্তবতার এক ব্যঙ্গাত্মক রূপ।

তারেক রহমানের রচনা ও পরিচালনায় নির্মিত এ নাটকে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী কেয়া পায়েল। জোভানের চরিত্রে দেখা মিলবে মনস্তাত্ত্বিক দোলাচল ও ডার্ক হিউমারের মিশ্রণে এক ভিন্নধর্মী উপস্থাপনা, যা দর্শকদের জন্য হতে যাচ্ছে বড় চমক।

বিজ্ঞাপন

নাটকে আরও অভিনয় করেছেন শিবা শানু, ডন হক, আরমান পারভেজ মুরাদ, এ কে আজাদ সেতু, পারভেজ সুমন ও সাইমুম সাজিদ।

চিত্রগ্রহণে ছিলেন সুমন হোসেন, সংগীত পরিচালনায় সাইদ নাফিস, শিল্প নির্দেশনায় কামরুজ্জামান সুমন ও মেকআপে মাসুদ রানা। আলোচিত এই নাটকটির প্রযোজনা করেছে জাগো এন্টারটেইনমেন্ট। প্রযোজক নাজমুল হুদা শাপলা, নির্বাহী প্রযোজনায় মাসুদ মুনসুর এবং সমন্বয়ে ছিলেন উদয় চৌধুরী।

বিজ্ঞাপন

ডার্ক কমেডি ও থ্রিলারের সংমিশ্রণে নির্মিত ‘টাকা’ প্রকাশের পর থেকেই দর্শকদের মাঝে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD