বিয়ে নিয়ে ট্রল, পডকাস্টে যা বললেন সোনাক্ষী সিনহা

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ব্যক্তিগত জীবন এবং শারীরিক গঠন নিয়ে নেটিজেনদের সমালোচনার মুখে প্রায় সময়ই পড়েছেন। বিশেষ করে, মুসলিম ছেলে জাহির ইকবালকে বিয়ে করার পর তাকে অনেক ট্রল এবং কটু কথা শুনতে হয়েছে।
বিজ্ঞাপন
তবে এসব পরিস্থিতিতে তিনি কীভাবে নিজেকে সামলান, সে বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন এই বলিউড নায়িকা। সোহা আলি খানের একটি পডকাস্ট অনুষ্ঠানে এসে সোনাক্ষী সিনহা তার বিয়ে নিয়ে হওয়ার পর সমালোচনা প্রসঙ্গে কথা বলেন।
অভিনেত্রী জানান, যারা তার জীবন নিয়ে এত আগ্রহ প্রকাশ করছেন তাদের তিনি ব্যক্তিগতভাবে চেনেন না।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘যারা আমার জীবন নিয়ে এত আগ্রহ প্রকাশ করছেন, তাদের আমি ব্যক্তিগত ভাবে চিনি না, বা জানি না। আমি এই পৃথিবীর প্রথম কিংবা শেষ মেয়ে নই, যে ভিন্নধর্মে বিয়ে করেছে।’
তার কথায়, ‘একজন পরিণত নারী তার জীবনের সিদ্ধান্ত নিয়েছে। এতে অসুবিধা কিসের আমি বুঝি না! আমি এত বাজে মন্তব্য দেখেছি, যে বিয়ের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য বিভাগটা বন্ধ করে রেখেছিলাম। অনেক অচেনা ‘হ্যান্ডল’কে আমি ব্লক করতেও বাধ্য হই।’








