Logo

বক্স অফিসে ঝড় তুলবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

profile picture
বিনোদন ডেস্ক
১৮ ডিসেম্বর, ২০২৫, ১৪:৫০
4Shares
বক্স অফিসে ঝড় তুলবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’
ছবি: সংগৃহীত

হলিউডের সুপরিচিত পরিচালক জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তির আগেই বক্স অফিসে সাড়া ফেলতে চলেছে।

বিজ্ঞাপন

প্রাথমিক প্রজেকশনের অনুযায়ী, ওপেনিং উইকেন্ডে এটি ৯০ থেকে ১০৫ মিলিয়ন ডলার আয় করতে পারে এবং বিশ্বব্যাপী আয় ৩৪০ থেকে ৩৬৫ মিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।

এর আগের দুটি কিস্তি—২০০৯ সালের ‘অ্যাভাটার’ এবং ২০২২ সালের ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’—উভয়ই বিশ্বজুড়ে ২ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে। যদি নতুন কিস্তিটিও একই সাফল্য পায়, তবে এটি হবে ইতিহাসের প্রথম ফ্র্যাঞ্চাইজি যার তিনটি সিনেমাই ২ বিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশ করবে।

বিজ্ঞাপন

গল্পে দেখা যাবে জেক সালি ও নেইতিরি এবং তাদের পরিবারের লড়াই নতুন আগুন শক্তিধর গোত্র এর বিরুদ্ধে। ৩ ঘণ্টা ১৭ মিনিট দীর্ঘ সিনেমাটির অ্যাকশন এবং রোমাঞ্চের মাত্রা সমালোচকদের মতে আগের কিস্তির চেয়েও বেশি।

মুক্তির সঙ্গে সঙ্গে প্রেক্ষাগৃহে প্রতিযোগিতা থাকবে সিডনি সুইনির ‘দ্য হাউসমেইড’, অ্যানিমেটেড ‘দ্য স্পঞ্জবব মুভি: সার্চ ফর স্কয়ারপ্যান্টস’ এবং ধর্মীয় পটভূমির ‘ডেভিড’ এর সঙ্গে। তবে বড় পর্দার দখলে জেমস ক্যামেরনের সিনেমা এগিয়ে থাকার সম্ভাবনা বেশি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, উত্তর আমেরিকার বক্স অফিসের সাম্প্রতিক বৃদ্ধির সঙ্গে এই সিনেমার সাফল্য বছরের ৯ বিলিয়ন ডলারের লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD