গায়ের চামড়া পুড়ে কয়লা হয়েছিল: নাজিফা তুষি

অভিনেত্রী নাজিফা তুষি মেজবাউর রহমান সুমনের নতুন সিনেমা ‘রইদ’-এ অভিনয় করেছেন। সম্প্রতি তিনি জানিয়েছেন, চরিত্রের জন্য নিজেকে পুরোপুরি মানিয়ে নিতে প্রচণ্ড কঠোর পরিশ্রম করতে হয়েছে।
বিজ্ঞাপন
তুষি বলেন, চরিত্রের জন্য গায়ের রঙ তামাটে করতে কোনো মেকআপ ব্যবহার করিনি। বরং সরিষার তেল লাগিয়ে রোদে যেতাম, এতে চামড়া পুড়ে একদম কয়লা হয়ে যেত।
তিনি মেকআপ না ব্যবহার করার কারণ ব্যাখ্যা করে বলেন, দৌড়াদৌড়ি, বৃষ্টি বা ঘামলে মেকআপ সরে যেতে পারে, তাই আমি ঝুঁকি নিতে চাইনি।
বিজ্ঞাপন
শুটিংয়ের সময় স্থানীয়দের মতো জীবনযাপন করেছেন তুষি। শুটিং পোশাকও রাস্তার ধারের বাজার থেকে সংগ্রহ করেছেন, যা চরিত্রের বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে সাহায্য করেছে।
অভিনেত্রী উল্লেখ করেন, চরিত্রটি সহজ মনে হলেও আদতে খুব চ্যালেঞ্জিং ছিল। আসল উদ্দেশ্য ছিল দর্শকের কাছে চরিত্রটি স্বাভাবিক ও বিশ্বাসযোগ্য দেখানো।








