মালদ্বীপে ম্যাচিং লুকে মিম-সনি

ঢাকাই চিত্রনায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম মানেই ভ্রমণের গল্প। দেশের গণ্ডি পেরিয়ে মাঝেমধ্যেই বিদেশে অবকাশ যাপনে দেখা যায় তাকে। এবার স্বামী সনি পোদ্দারকে সঙ্গে নিয়ে মালদ্বীপে সময় কাটাচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
বিজ্ঞাপন
কয়েকদিন ধরেই সামাজিক মাধ্যমে মালদ্বীপ ভ্রমণের নানা মুহূর্ত শেয়ার করে আসছিলেন মিম। তবে বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত ছবিগুলোতে প্রথমবারের মতো স্বামীকে নিয়ে ধরা দিলেন তিনি। ছবিগুলো প্রকাশের পরপরই নেটিজেন ও ভক্তদের প্রশংসায় ভাসছেন এই তারকা দম্পতি।
ছবিতে দেখা যায়, মালদ্বীপের নীল আকাশ আর সবুজে ঘেরা এক বিলাসবহুল রিসোর্টের সামনে দাঁড়িয়ে আছেন মিম ও সনি। দুজনের ম্যাচিং লুকই ছিল ছবির মূল আকর্ষণ।
বিজ্ঞাপন
মিম পরেছেন সাদা ও কালোর সংমিশ্রণে একটি স্টাইলিশ স্লিভলেস লং ড্রেস। চুলে গুঁজে রাখা সাদা ফুল তার লুকে যোগ করেছে আলাদা সৌন্দর্য। অন্যদিকে সনি পোদ্দার ছিলেন ক্যাজুয়াল লুকে—কালো পলো টি-শার্ট, চোখে সানগ্লাস।
কখনো ক্যামেরার দিকে তাকিয়ে মিষ্টি হাসি, কখনো একে অপরের চোখে চোখ রেখে ভালোবাসার মুহূর্ত—সব মিলিয়ে ছবিগুলোতে ধরা পড়েছে দারুণ রোমান্টিক আবহ।
বিজ্ঞাপন
ছবি পোস্ট হতেই সামাজিক মাধ্যমে ভক্তদের মন্তব্যে ভরে ওঠে পোস্টটি। কেউ লিখেছেন ‘পারফেক্ট কাপল’, কেউ আবার বলছেন ‘মিম মানেই ট্রাভেল গোলস’।
অভিনয়ের পাশাপাশি ভ্রমণপ্রেমী হিসেবেও পরিচিত মিম। থাইল্যান্ড, মালদ্বীপ কিংবা ইউরোপ—দেশ-বিদেশের নানা প্রান্তে ঘুরে বেড়াতে ভালোবাসেন তিনি। তাই ভক্তদের কাছে তিনি পরিচিত ‘ভ্রমণকন্যা’ নামেও।








