Logo

সব অভিমান পেছনে ফেলে আবারও একসঙ্গে দেব–শুভশ্রী

profile picture
বিনোদন প্রতিবেদক
৩ জানুয়ারী, ২০২৬, ১৩:০৪
11Shares
সব অভিমান পেছনে ফেলে আবারও একসঙ্গে দেব–শুভশ্রী
ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতি, দূরত্ব ও নানা গুঞ্জনের পর আবারও বড় পর্দায় একসঙ্গে ফিরতে যাচ্ছেন টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী। সব ঠিক থাকলে তাদের নতুন সিনেমাটি মুক্তি পেতে পারে ২০২৬ সালের দুর্গাপূজায়—এমনটাই জানাচ্ছে ওপার বাংলার বিনোদন অঙ্গনের নির্ভরযোগ্য সূত্র।

বিজ্ঞাপন

২০২৫ সালে প্রায় এক দশক পর ‘ধূমকেতু’ সিনেমার মাধ্যমে দেব-শুভশ্রীকে আবার একসঙ্গে দেখা গেলেও, ছবির মুক্তির পর প্রচারণা ঘিরে তৈরি হয় জটিলতা। প্রচার কার্যক্রমে শুভশ্রীর অনুপস্থিতি এবং পরবর্তী সময়ে পাল্টাপাল্টি মন্তব্যে দুই তারকার সম্পর্ক নিয়ে আলোচনা-সমালোচনা বাড়তে থাকে। সে সময় অনেকেই ধারণা করেছিলেন, এই জুটির অধ্যায় বুঝি সেখানেই শেষ।

তবে সেই সব ভুল বোঝাবুঝি ও মান-অভিমান কাটিয়ে ফের একসঙ্গে কাজের পথে হাঁটছেন তারা—এ খবরে দারুণ উচ্ছ্বসিত ভক্তরা।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্যে জানা গেছে, সম্প্রতি পরিচালক ও অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের একটি পারিবারিক অনুষ্ঠানে দেব ও শুভশ্রীকে দীর্ঘ সময় একান্তে কথা বলতে দেখা যায়। সেই দৃশ্য সামনে আসার পরই তাদের নতুন করে একসঙ্গে কাজ করার গুঞ্জন জোরালো হয়।

নতুন ছবিটির নাম বা নির্মাতা সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে টলিপাড়ায় কানাঘুষা চলছে—এটি দেবের ব্যবসাসফল সিনেমা ‘খাদান’-এর সিক্যুয়েল হতে পারে। ছবিটিতে প্রেম, অ্যাকশন ও রোম্যান্সের মিশেল থাকবে বলেও শোনা যাচ্ছে।

বিজ্ঞাপন

এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে দেব ও শুভশ্রী জানিয়েছেন, ভালো গল্প ও প্রয়োজন হলে ভবিষ্যতে আবার একসঙ্গে কাজ করতে তাদের কোনো আপত্তি নেই। তখন থেকেই অনুরাগীরা এই জুটির ফেরার আশায় ছিলেন—আর সেই অপেক্ষা এবার সত্যি হতে চলেছে বলেই মনে করছেন অনেকে।

গত দেড় দশকে দেব-শুভশ্রী জুটি দর্শকদের উপহার দিয়েছেন ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘চ্যালেঞ্জ’, ‘খোকাবাবু’ ও ‘খোকা ৪২০’-এর মতো একাধিক সুপারহিট সিনেমা। ব্যক্তিগত ও পেশাগত নানা কারণে মাঝখানে তাদের পথ আলাদা হলেও, আবারও একসঙ্গে ফেরার খবরে টলিউডে তৈরি হয়েছে নতুন উত্তেজনা।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD