Logo

স্বর্ণের কেক কেটে মায়ের জন্মদিনে রাজকীয় আয়োজন উর্বশীর

profile picture
বিনোদন প্রতিবেদক
৩ জানুয়ারী, ২০২৬, ১৩:২৮
12Shares
স্বর্ণের কেক কেটে মায়ের জন্মদিনে রাজকীয় আয়োজন উর্বশীর
ছবি: সংগৃহীত

জাঁকজমকপূর্ণ জীবনযাপনের জন্য বরাবরই আলোচনায় থাকা বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা এবার মায়ের জন্মদিন ঘিরে নতুন করে নজর কাড়লেন। দুবাইয়ের অভিজাত পরিবেশে ২৪ ক্যারেট স্বর্ণে মোড়ানো তিন তলা কেক কেটে তিনি উদযাপন করেছেন মায়ের বিশেষ দিন।

বিজ্ঞাপন

গত ১ জানুয়ারি বিশ্বের অন্যতম বিলাসবহুল ও উচ্চতম হোটেল বুর্জ আল আরবে মা মীরা রাউতেলার জন্মদিনের এই আয়োজন করেন উর্বশী। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সোনালি আভায় মোড়া বিশাল তিন তলা কেকটি ছিল পুরো আয়োজনের কেন্দ্রবিন্দু। কেকের শীর্ষে বসানো ছিল স্বর্ণের তৈরি একটি রাজকীয় মুকুট।

উর্বশী নিজেই জানান, কেকটি তৈরি করা হয়েছে ২৪ ক্যারেট স্বর্ণের প্রলেপ দিয়ে। এমন ব্যতিক্রমী আয়োজন দেখে নেটিজেনদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। কেউ এই আয়োজনকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে প্রশংসা করেছেন, আবার কেউ কেউ একে বাড়াবাড়ি ও অপ্রয়োজনীয় প্রদর্শনী বলেও মন্তব্য করেছেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উর্বশী হাজির হন ঝলমলে সোনালি পোশাকে, আর তার মাকে দেখা যায় বেগুনি রঙের ঐতিহ্যবাহী পোশাকে। সাজানো টেবিলে দামী পানীয়, ফুলের সৌন্দর্য ও আলোকসজ্জা পুরো পরিবেশকে আরও রাজকীয় করে তোলে।

নিজের পোস্টে উর্বশী লেখেন, বিশ্বের উচ্চতম হোটেলে ২৪ ক্যারেট স্বর্ণের মুকুট-সজ্জিত কেক দিয়ে মায়ের জন্মদিন উদযাপন করতে পেরে তিনি গর্বিত।

বিজ্ঞাপন

এর আগেও বিলাসবহুল শখের কারণে একাধিকবার শিরোনামে এসেছেন উর্বশী রাউতেলা। স্বর্ণে মোড়ানো মোবাইল ফোন ব্যবহারসহ নানা ব্যয়বহুল অনুষঙ্গ তাকে বারবার আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD