Logo

তৌসিফ–নীহার ‘অ্যারেঞ্জ ম্যারেজ’, নতুন বছরেই শুরু হলো নতুন গল্প

profile picture
বিনোদন প্রতিবেদক
৩ জানুয়ারী, ২০২৬, ১৩:৩৮
12Shares
তৌসিফ–নীহার ‘অ্যারেঞ্জ ম্যারেজ’, নতুন বছরেই শুরু হলো নতুন গল্প
ছবি: সংগৃহীত

পরিবারের পছন্দে বিয়ে হলেও দুজনের মধ্যে নেই তেমন বোঝাপড়া। অচেনা একজন মানুষের সঙ্গে আজীবন পথচলা—এই ভাবনাই তৌসিফ ও নীহার সম্পর্কে তৈরি করে টানাপোড়েন ও অনিশ্চয়তা।

বিজ্ঞাপন

ভালোবাসা কি ধীরে ধীরে গড়ে উঠবে, নাকি সংশয়ই হয়ে উঠবে তাদের দাম্পত্যের সঙ্গী—এই প্রশ্নের উত্তর খুঁজতেই এগোয় নাটক ‘অ্যারেঞ্জ ম্যারেজ’।

দর্শকদের বহুদিনের কৌতূহলের অবসান ঘটিয়ে নতুন বছরের শুরুতেই পর্দায় সংসার শুরু করলেন এই জুটি—যদিও সেটা বাস্তবে নয়, নাটকের গল্পে। শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যা থেকে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে নাটকটি।

বিজ্ঞাপন

ছোট ও বড় পর্দার জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন নাটকটির পরিচালনার দায়িত্বে রয়েছেন। মেজবাহ উদ্দিন সুমনের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্যও লিখেছেন তিনি।

নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও নাজনীন নীহা। তাদের সঙ্গে আরও রয়েছেন শতাব্দী ওয়াদুদ, মাসুম রেজওয়ান, আয়েশা লাবণ্য এবং খলিলুর রহমান কাদেরী। এস কে শাহেদ আলী পাপ্পুর প্রযোজনায় সিএমভি ব্যানারে নির্মিত হয়েছে নাটকটি।

বিজ্ঞাপন

নতুন বছর উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ উপহার হিসেবে ‘অ্যারেঞ্জ ম্যারেজ’ প্রকাশ করেছে সিএমভি। মুক্তির পর অল্প সময়ের মধ্যেই ইউটিউবে নাটকটি ইতিবাচক সাড়া পাচ্ছে। বিশেষ করে তৌসিফ ও নীহার পর্দার নতুন রসায়ন দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করেছে।

এই নাটকের মধ্য দিয়েই দীর্ঘদিন পর আবার একসঙ্গে দেখা মিলল তৌসিফ-নীহা জুটির, যা তাদের ভক্তদের জন্য নিঃসন্দেহে নতুন বছরের এক আনন্দঘন চমক।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD