ব্যক্তিগত জীবনেও হিসাব করে চলি : নাজিফা তুষি

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় মুখ নাজিফা তুষি। গত বছরের শেষ দিকে মুক্তি পাওয়া তার অভিনীত ‘রইদ’ সিনেমার ট্রেলার প্রকাশের পর থেকেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।
বিজ্ঞাপন
নতুন বছরেও তার একাধিক কাজ মুক্তির অপেক্ষায় রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার এবং জীবনদর্শন নিয়ে খোলাখুলিভাবে কথা বলেছেন এই নায়িকা।
নাজিফা তুষি জানিয়েছেন, তার কাজের নীতি সবসময়ই মানের দিকে বেশি গুরুত্ব দেয়ার। ব্যক্তিগত জীবনের সঙ্গে পেশাদার জীবন মিলিয়ে তিনি বলেন, আমি ব্যক্তিগত জীবনেও হিসাব করে চলি। হুট করে কোনো সিদ্ধান্ত নিই না। ক্যারিয়ারে ও তার প্রভাব পড়েছে। শুরু থেকেই কাজ বেছে নিয়েছি, শুধু সংখ্যার জন্য কোনো প্রজেক্টে জড়াইনি। দর্শক গ্রহণ না করলে কাজের মানে কী?
বিজ্ঞাপন
বেছে কাজ করার কারণে অনেক সময় আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এই প্রসঙ্গে তুষি জানান, চাপ আসে, এ অস্বীকার করব না। তবে সেটা মেনেই চলতে হয়। আমি অভিনয় করতে এসেছি, শিল্পচর্চা করতে এসেছি, শুধু অর্থের জন্য নয়। কোয়ালিটির প্রতি বিশ্বাস রাখলে সম্মান আর অর্থ—দুটি একদিন আসে।
অভিনেত্রীর পরিকল্পনার বিষয়ে তিনি জানান, গত বছর শেষ হওয়া কাজগুলো চলতি বছরে ধাপে ধাপে দর্শকদের সামনে আসবে। এর পাশাপাশি ‘রইদ’ সিনেমার আন্তর্জাতিক প্রদর্শনীর জন্যও অপেক্ষা করছেন তিনি।
বিজ্ঞাপন
তুষি আরও জানান, ‘রঙ্গমালা’ সিনেমার বাকি অংশের শুটিং শেষ করতে হবে, একটি ওয়েব সিরিজ মুক্তির অপেক্ষায় রয়েছে এবং আরও একটি নতুন প্রজেক্টের কাজও প্রক্রিয়াধীন। সব মিলিয়ে চলতি বছরটি তিনি কাজের মধ্যেই কাটাতে চাইছেন।








