পরিচালকের ভুলেই আজ তার নাম ‘কোয়েল’

দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে টলিউডে ‘কোয়েল মল্লিক’ নামেই পরিচিত অভিনেত্রী রঞ্জিত মল্লিক-কন্যা। তবে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এই নামটি আদতে তার প্রকৃত নাম নয়। একেবারেই অনিচ্ছাকৃত একটি ভুল থেকেই তার পরিচিত নামটি স্থায়ী হয়ে গেছে।
বিজ্ঞাপন
ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তার জন্মনাম ‘রুক্মিণী মল্লিক’। ২০০৩ সালে ‘নাটের গুরু’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের সময় পরিচালক হরনাথ চক্রবর্তী জানতেন না যে ‘কোয়েল’ ছিল কেবল তার ডাকনাম। সেই ভুল বোঝাবুঝিতেই সিনেমার ক্রেডিটে কোয়েল নামটি ব্যবহার করা হয়।
কোয়েলের ভাষায়, পরিচালক তাকে জিজ্ঞেস না করেই ধরে নিয়েছিলেন কোয়েলই তার আসল নাম। ফলে ছবির পর থেকেই ইন্ডাস্ট্রিতে তিনি ওই নামেই পরিচিত হয়ে যান এবং ধীরে ধীরে সেটিই তার পর্দার পরিচয় হয়ে দাঁড়ায়।
বিজ্ঞাপন
অভিনেত্রী বিষয়টি নিয়ে মজাও করেছেন। তার মতে, যদি ‘রুক্মিণী মল্লিক’ নামেই তিনি কাজ শুরু করতেন, তাহলে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে নামের মিল নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারত। সে দিক থেকে দেখলে পরিচালকের সেই ভুলই তার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে।
বর্তমানে কোয়েল মল্লিক ব্যস্ত সময় কাটাচ্ছেন তার নতুন সিনেমা ‘মিতিন মাসি: একটি খুনির সন্ধানে’ নিয়ে, যা এখন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। এর আগে দীর্ঘ বিরতির পর ‘স্বার্থপর’ ছবির মাধ্যমে পর্দায় ফিরেছেন তিনি। পাশাপাশি গুঞ্জন শোনা যাচ্ছে, অভিনেতা দেবের আসন্ন ছবি ‘খাদান ২’-এও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে তাকে।








