Logo

২৫ বছর পর ফিরছে ‘কাভি খুশি কাভি গাম’, শুরু সিক্যুয়েলের প্রস্তুতি

profile picture
বিনোদন ডেস্ক
৪ জানুয়ারী, ২০২৬, ১৬:২০
8Shares
২৫ বছর পর ফিরছে ‘কাভি খুশি কাভি গাম’, শুরু সিক্যুয়েলের প্রস্তুতি
ছবি: সংগৃহীত

দীর্ঘ আড়াই দশক পর আবারও বড় পর্দায় ফিরতে চলেছে করণ জোহরের আলোচিত ও জনপ্রিয় ছবি ‘কাভি খুশি কাভি গাম’। বলিউড সূত্রে খবর, সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই খবরে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও নস্ট্যালজিয়া।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ছবিটিও আগের মতোই পারিবারিক আবেগ ও সম্পর্কের গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে। করণ জোহর এটিকে তার ক্যারিয়ারের অন্যতম বৃহৎ প্রজেক্ট হিসেবে তৈরি করতে চান। তবে সিক্যুয়েলের নাম আগের ছবির সঙ্গে মিলবে নাকি একেবারে নতুন কোনো নাম দেওয়া হবে— সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে নির্মাতার পক্ষ থেকেও এখনো কোনো মন্তব্য আসেনি।

সিনেমাটির কাস্টিং ঘিরে জল্পনাও কম নয়। ইন্ডাস্ট্রির অন্দরমহলে শোনা যাচ্ছে, গল্পে দুইজন নায়ক ও দুইজন নায়িকাকে কেন্দ্র করে আবর্তিত হতে পারে কাহিনি। তবে কারা থাকছেন এই গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে, তা এখনো গোপন রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হতে পারে।

বিজ্ঞাপন

২০০১ সালে মুক্তি পাওয়া ‘কাভি খুশি কাভি গাম’ ছিল করণ জোহরের ক্যারিয়ারের অন্যতম সফল সিনেমা। পারিবারিক বন্ধন, প্রেম ও মা-ছেলের আবেগঘন সম্পর্কের গল্পে নির্মিত ছবিটিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন ও কারিনা কাপুর। ২৫ বছর পর সেই জনপ্রিয় ছবির সিক্যুয়েলের খবরে দর্শকদের প্রত্যাশা যেমন বেড়েছে, তেমনি তৈরি হয়েছে পুরোনো স্মৃতির রোমাঞ্চ।

এখন দেখার বিষয়, করণ জোহর কি আগের তারকাদের নিয়েই গল্প এগিয়ে নেবেন, নাকি নতুন প্রজন্মের মুখ দিয়ে দর্শকদের নতুন চমক উপহার দেবেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD