আরশকে যেমন ভেবেছিলাম, তেমন নয় : সুনেরাহ

ছোট পর্দার আলোচিত জুটি আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল বর্তমানে দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়। গত বছর একাধিক দর্শকপ্রিয় নাটকে একসঙ্গে অভিনয়ের মাধ্যমে তারা যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনি তাদের পর্দার রসায়ন ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা।
বিজ্ঞাপন
সম্প্রতি এই দুই তারকা অংশ নেন রাফসান সাবাবের জনপ্রিয় অনুষ্ঠান ‘হোয়াট আ শো’-তে। সেখানে আড্ডার ফাঁকে উঠে আসে তাদের কাজের অভিজ্ঞতা, ব্যক্তিগত ভাবনা এবং একে অপরকে নিয়ে প্রথম ধারণার গল্প।
অনুষ্ঠানের এক পর্যায়ে শুটিং সেটের একটি মজার ভিডিও দেখানো হয়। ভিডিওতে দেখা যায়, আরশ খান একটি গাছে বসে আছেন, আর নিচে সুনেরাহসহ অন্য কলাকুশলীরা দাঁড়িয়ে। বিষয়টি নিয়ে সঞ্চালকের প্রশ্নের জবাবে হাসতে হাসতে সুনেরাহ জানান, এটি ছিল আরশের জন্য দেওয়া এক ধরনের শাস্তি।
বিজ্ঞাপন
সুনেরাহ বলেন, তিনি কাজের ক্ষেত্রে খুবই সময়নিষ্ঠ এবং সেটে নায়ককে সবার আগে পৌঁছানোর পক্ষপাতী। আরশকে আগে থেকেই সময়মতো আসতে বললেও তিনি পাঁচ মিনিট দেরি করে পৌঁছান। তাই মজা করেই তাকে গাছে উঠতে বলা হয়েছিল।
এ সময় আরশ খানও রসিকতা করে বলেন, তিনি নিজেকে নায়ক নয়, একজন অভিনেতা হিসেবেই ভাবতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
সহশিল্পী হিসেবে আরশকে নিয়ে নিজের অভিজ্ঞতার কথাও জানান সুনেরাহ। তার ভাষায়, কাজ শুরুর আগে আরশকে যতটা হালকাভাবে ভেবেছিলেন, বাস্তবে তিনি তার ঠিক উল্টো। সুনেরাহ বলেন, তিনি আশা করেননি আরশ কাজের বিষয়ে এতটা সিরিয়াস হবেন।
বিজ্ঞাপন
তার কথায়, শুরুতে মনে হয়েছিল—‘নাটকই তো করছে’। কিন্তু সেটে গিয়ে দেখেছেন, আরশ অত্যন্ত মনোযোগী, গুছিয়ে কাজ করেন, অযথা ফোনে সময় নষ্ট করেন না এবং নিয়মিত রিহার্সাল করেন।
সুনেরাহ আরও বলেন, প্রথম দিকের কাজগুলোতে আরশ বেশ সংযত ও ভদ্র ছিলেন। এখনো তিনি কাজের ক্ষেত্রে সমান সিরিয়াস থাকলেও আগের তুলনায় অনেক বেশি দুষ্টুমি করেন।
আরও পড়ুন: পরিচালকের ভুলেই আজ তার নাম ‘কোয়েল’
বিজ্ঞাপন
উল্লেখ্য, দেশের ছোট পর্দায় রোমান্টিক জুটি হিসেবে আরশ-সুনেরাহ বর্তমানে দর্শকদের পছন্দের তালিকার শীর্ষে। সম্প্রতি এই জুটির একটি ঘনিষ্ঠ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর তা নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। ছবিটি নিজেই ফেসবুকে শেয়ার করেছিলেন সুনেরাহ।
পরে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ছবিটি হঠাৎই পোস্ট করেছিলেন। তবে কেন এত মানুষ অভিনন্দন জানাচ্ছেন, তা নিয়ে তিনি নিজেও কিছুটা বিস্মিত।








